কিছুদিন আগেই নিজের জীবনের সবথেকে বড় সুখের খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পরিনীতি। এর মধ্যেই আবার নতুন একটি খুশির খবর এলো অভিনেত্রী জীবনে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত অমর সিং চামকিলা ছবি আন্তর্জাতিক এমি পুরস্কারে দুটি মনোনয়ন পেয়েছে।
ছবিটি টিভি মুভি/ মিনি সিরিজ বিভাগে মনোনয়ন পেলেও দিলজিৎ সেরা অভিনেতার বিভাগে মনোনীত হয়েছেন। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবিতে অমরজ্যোৎ কৌরের ভূমিকায় অভিনয় করেছিলেন পরিনীতি।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, চমকিলা ছবিটি মনোনীত হয়েছে এটা সত্যিই সৌভাগ্যের বিষয়। দিলজিৎ এবং ইমতিয়াজ স্যারকে অনেক অনেক অভিনন্দন। আমরা যখন এই ছবিতে কাজ করছিলাম, তখন আমাদের সকলের মনে হয়েছিল যে আমরা অন্য কিছু নতুন করতে চলেছি। বিশ্বের সমস্ত দর্শকদের সামনে এই গল্পটি যে এইভাবে জীবন্ত করে তুলতে পেরেছি তার জন্য টিমের প্রত্যেকে অনেক অনেক অভিনন্দন।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
ছবি প্রসঙ্গে
এই ছবিটি নেটফ্লিক্স অরিজিনাল ছবি, যা একজন পাঞ্জাবি গায়ক এবং তার স্ত্রীর বাস্তব জীবনের গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে। একজন গায়ককে তার জনপ্রিয়তার শিখরে থাকাকালীন মাত্র ২৭ বছর বয়সে গুলি করে হত্যা করা হয়েছিল। গত বছর ১২ এপ্রিল নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছিল এই ছবিটি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর এমি অ্যাওয়ার্ড ওয়েবসাইটে এই মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক এমি পুরস্কার অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে।
উল্লেখ্য, খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে আগত সন্তানের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। একটি কেকের ওপর ১+১ =৩ লিখে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি।