পুরুলিয়ায় চাঞ্চল্যকর ঘটনা। চতুর্থীর রাতে একই পরিবারের চারজনের মৃত্যু হল।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং রহস্য দানা বেঁধেছে। ঘটনাটি ঘটেছে, বান্দোয়ান ব্লকের লতাপাড়া গ্রামে। মৃতরা হলেন পিয়া গড়াই (৩০), বৈশাখী গড়াই (১৩), পল্লবী গড়াই (১০) এবং সৌরভি গড়াই (৬)। চারজনই একই পরিবারের সদস্য। ঘটনাকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়।
আরও পড়ুন: সাগরদিঘিতে ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল দুটি লরিতে, মৃত ২
পুলিশ সূত্রে জানা গেছে, পিয়ার স্বামী আনন্দ গড়াই বৃহস্পতিবার সকালে বেশ কিছু কাজে ঝাড়খণ্ডের হাটে যান। ফিরে এসে দেখেন স্ত্রী ও সন্তানরা অচৈতন্য অবস্থায় ঘরে পড়ে রয়েছে। দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃত পিয়ার শ্বশুর রঘুনাথ গড়াই জানান, রাত ৮টার দিকে খাবারের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। তিনি খাননি কারণ শরীর ভালো ছিল না। পরে ছেলে বাড়ি ফেরার সময় ঘরের দরজা খুলে দেখেন সবাই ঘরে অচৈতন্য অবস্থায়, শরীর ফ্যাকাসে হয়ে গিয়েছে। ঘরের আলো তখন জ্বলছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, পরিবারের সদস্যরা পকড়ি-মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ার পর সম্ভবত খাদ্যবিষক্রিয়ার শিকার হয়েছেন। তবে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মামলার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা এই চারজনের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ। পরিবারের সদস্যদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুরুলিয়ার পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সব ময়নাতদন্ত শেষে সব কিছু স্পষ্ট হবে। ততক্ষণ পর্যন্ত এলাকায় চঞ্চল্য অব্যাহত রয়েছে।