সত্যি হল আশঙ্কা। লাদাখে হিংসাত্মক আন্দোলনের দু'দিন পর ইঞ্জিনিয়র, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে। সোনম ওয়াংচুককের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন।
এর আগে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দাবিকে ঘিরে হিংসাত্মক বিক্ষোভের একদিন পরই সমাজকর্মী সোনম ওয়াংচুকের এনজিওর বিদেশি অনুদান গ্রহণের অনুমতি বাতিল করল কেন্দ্রীয় সরকার।সরকারি সূত্রে খবর, এফসিআরএ আইন বারবার ভাঙার অভিযোগে ওয়াংচুকের প্রতিষ্ঠানের বিদেশি অনুদান নেওয়ার লাইসেন্স খারিজ করা হয়েছে। অভিযোগ, নিয়ম না মেনে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করছিল সংগঠনটি। আর তাই লাদাখ অশান্তির ২৪ ঘণ্টার মধ্যেই ওয়াংচুকের এনজিওর লাইসেন্স খারিজ হয়ে যায়। এরপরেই শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ ওয়াংচুকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার আগেই লাদাখ পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়ালের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেফতার করে। একই সঙ্গে অশান্তির আশঙ্কায় লেহ-তে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন-'ভারত-রাশিয়ার সম্পর্কের গভীরতার...,' মিগ-২১-র অবসরে US-কে ইঙ্গিতবাহী বার্তা রাজনাথের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, লাদাখে যে রক্তক্ষয়ী বিক্ষোভ চলছে তা ওয়াংচুকের উসকানিমূলক বক্তৃতার জেরেই হয়েছে। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি দফতর ও নির্বাচন দফতরে হামলা চালায়। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত চার জন, আহত হয়েছেন বহু। বাস্তবের র্যাঞ্চোর এনজিও'র বিদেশি অনুদান নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার বিকালেই ওয়াংচুকের এনজিও'র বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স রদ করে স্বরাষ্ট্র মন্ত্রক।তদন্তে উঠে এসেছে, এনজিও সেকমল-এর নামে খোলা এফসিআরএ অ্যাকাউন্টে অবৈধভাবে টাকা জমা পড়েছে। অভিযোগ, ৩.৩৫ লক্ষ টাকা নগদ জমা পড়েছিল ওই অ্যাকাউন্টে। ওয়াংচুকের সংগঠন জানিয়েছিল, এই অর্থ এসেছে একটি পুরনো বাস বিক্রি করে। বাসটি যেহেতু বিদেশি অনুদানে কেনা হয়েছিল, তাই বিক্রির টাকা ফের অ্যাকাউন্টে রাখা হয় বলে সাফাই দেয় এনজিও। কিন্তু সরকারের বক্তব্য, এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নগদ অর্থ জমা দেওয়াই আইনের পরিপন্থী।এছাড়াও, এক সুইডিশ দাতার কাছ থেকে পাওয়া ৪.৯৩ লক্ষ টাকার অনুদান নিয়েও প্রশ্ন তুলেছে সরকার। বলা হয়েছে, ‘যুব সচেতনতা’ শীর্ষক কর্মসূচির জন্য এই অনুদান দেওয়া হলেও, তার বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও খাদ্য নিরাপত্তা, দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।
আরও পড়ুন-'ভারত-রাশিয়ার সম্পর্কের গভীরতার...,' মিগ-২১-র অবসরে US-কে ইঙ্গিতবাহী বার্তা রাজনাথের
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক। সেই সঙ্গে দাবি করেছেন, আন্দোলন দমাতে তাঁকে 'বলির পাঁঠা' করা হচ্ছে। ২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পান ওয়াংচুক। লাইসেন্স বাতিল হওয়া প্রসঙ্গে সোনম জানিয়েছিলেন, তাঁর এনজিও বিদেশি অনুদান গ্রহণ করে না, তবে রাষ্ট্রসংঘ, সুইস এবং ইতালীয় সংস্থাগুলির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করে এবং সমস্ত কর প্রদান করে। লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণা-সহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল 'দ্য লেহ'স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তাঁদের মধ্যে দু'জনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় বুধবার অগ্নিগর্ভ হয়ে ওঠে লাদাখ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী।বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রকের।