দেব শুভশ্রী জুটি কাম ব্যাক করার পর দর্শকদের পুরনো জুটির প্রতি চাহিদা বেড়েই চলেছে। কেউ কেউ বলছেন দেব কোয়েলকে আবার দেখতে চান বড় পর্দায় কেউ আবার প্রসেনজিৎ-শুভশ্রী জুটিকে দেখতে চাইছেন সিনেমার পর্দায়। এইসব জল্পনা কল্পনার মধ্যেই এবার সকলের জন্য রইল বিরাট বড় চমক। বড় পর্দায় আবার দুটি বাঁধতে চলেছেন হিরণ এবং পায়েল।
টলিউড পাড়ায় গুঞ্জন, পরিচালক নেহাল দত্তের পরিচালনায় এই জুটি আবার বড় পর্দায় ফিরতে চলেছে। যদিও এই ব্যাপারে এখনও কেউ কোনও বিবৃতি দেননি। তবে শুনতে পাওয়া গিয়েছে, শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ছবির নাম ঘোষণা করা হবে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
পায়েল বড় পর্দা এবং ওয়েব সিরিজে সমানতালে অভিনয় করলেও ২০২০ সালের পর থেকে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি হিরণ চট্টোপাধ্যায়কে। রাজনীতিতে যোগদান করার পর টলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি। রাজনীতির মঞ্চে দেবের বিপরীতে ঘাটালে যুদ্ধ করলেও সেই যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে সমানতালে চলেছে চাপান্তর। স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পাশাপাশি শুনতে পাওয়া গিয়েছিল অভিনেতা নাকি এক মহিলার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও ব্যক্তিগত বা পেশাগত কোনও দিক থেকেই কোনও মন্তব্য কখনও করেননি হিরণ।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
তবে কারণ যাই হোক না কেন এত বছর পর আবার বড় পর্দায় হিরণকে দেখতে পেলে খুব স্বাভাবিকভাবেই খুশি হবেন অভিনেতার ভক্তরা। হিরণ এবং পায়েল এর আগেও একাধিক ব্লকবাস্টার ছবিতে জুটি বেঁধেছেন। লে হালুয়া হোক বা জামাই বরণ, জামাই ৪২০ হোক অথবা জিও পাগলা, এই তারকা জুটির থেকে দর্শকরা পেয়েছেন ব্লকবাস্টার কমার্শিয়াল ছবি উপহার।
একদিকে যেমন পুরনো জুটিদের ফিরিয়ে আনানোর দাবি উঠেছে দর্শক মহলে, তেমন অন্যদিকে নতুন জুটিদের কাজও একইভাবে সমাধান পাচ্ছে দর্শকদের কাছে। তবে দেব-শুভশ্রী জুটির মতোই পায়েল এবং হিরণের এই জুটি দেখে দর্শকরা যে নস্টালজিক হয়ে উঠবে তা বলাই বাহুল্য।