সানি সংস্কারী কি তুলসী কুমারী' ছবির 'পানওয়াড়ি' গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গানটি দেখে রোহিত সরফের অভিব্যক্তি নিয়ে ব্যপক ভাবে আলোচনা শুরু হয়েছে। তিনি যথেষ্ঠ প্রশংসা পাচ্ছেন। আর এই আবহেই ফারহা খান দিলীপের সঙ্গে রোহিত সরফের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই রোহিত তাঁর কেরিয়ারেরে জার্নি সম্পর্কে নানা কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি ১৫ বছর বয়সে মুম্বই এসেছিলেন। রোহিত আরও জানান যে, তিনি কখনও অভিনেতা হতে চাননি।
আরও পড়ুন: মোটর গাড়ির বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর! বড় আদেশ দিল রাজস্থান হাইকোর্ট
ফারহা খান তাঁর ব্লগের জন্য রোহিত সরফের বাড়িতে গিয়েছিলেন। সাক্ষাৎকারের সময়, রোহিত সরফের মা প্রথমবারের মতো ক্যামেরার সামনে এসেছিলেন। সেখানে ফারহা খান একটি ছবির ফ্রেম দেখিয়ে ছিলেন, যেখানে রোহিতকে তাঁর বাবার সঙ্গে দেখা যায়। তা দেখিয়ে ফারহা রোহিতকে জিজ্ঞাসা করে ছিলেন যে ছবিটি কখন তোলা হয়েছিল। তিনি বলেছিলেন যে, এটি তাঁর প্রথম নাটক করার সময় তোলা হয়েছিল। ফারহা তখন জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চেয়েছিলেন?
আরও পড়ুন: ‘যখন জেহর ঘরের মেঝেতে পড়ে যাই, তখন চোখের সামনে…’! ২০২৫ সাল কঠিন ছিল, মত সইফের
ফারহার প্রশ্নের উত্তরে রোহিত জানান যে, তিনি কখনওই অভিনেতা হতে চাননি। তিনি একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। ফারাহ খান রোহিত সরফের প্রশংসা করে বলেন যে তিনি খুব ভালো নৃত্যশিল্পী। ফারহা খান ‘ইশক ভিশক ২’-তে রোহিত সরফের কোরিওগ্রাফি করেছিলেন। তিনি বলেন যে, রোহিত সেটে কখনও তাঁর কাছ থেকে কোনও বকা খাননি। ফারহা ‘পানওয়াড়ি’ গানটির কথা উল্লেখ করে বলেন যে, রোহিত সরফ সেই গানের পুরো লাইনআপের মধ্যে সেরা নৃত্যশিল্পী ছিলেন।
আরও পড়ুন: দেবীপক্ষে ছেলের মুখ সামনে আনলেন পরম-পিয়া! নাম রাখলেন 'নিষাদ', এই নামের মানে কী?
ফারাহ খানের সঙ্গে কথোপকথনের সময়, রোহিত জানান যে, তাঁর বাবা বলতেন যে যখন তাঁর কাছে টাকা থাকবে, তখন তিনি রোহিতের কাজগুলি প্রযোজনা করবেন। রোহিত আরও জানান যে, তাঁর প্রথম অনুষ্ঠানটি চ্যানেল ভি-তে প্রচারিত হয়েছিল। রোহিত সরফ প্রথম 'চ্যানেল ভি'-এর 'বেস্ট ফ্রেন্ডস ফরএভার'-এ উপস্থিত হন। সেই অনুষ্ঠানের জন্য তাঁকে প্রতিদিন ৫,০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হত।