পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কটা একদমই ভালো নয় ক্রিকেটার আহমেদ শেহজাদের। দীর্ঘদিন ধরেই পাকিস্তান ক্রিকেট দলের ক্রিকেটারদের এবং অধিনায়কের সমালোচনা করে আসছেন এই ক্রিকেটার। বারবার আইসিসি প্রতিযোগিতায় বাবর আজমসহ গোটা দলের সাম্প্রতিককালে খারাপ পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কয়েক মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর ক্রিকেটারদের তুলধনা করেছিলেন আহমেদ শেহজাদ।
পাল্টা বাবর আজমও হুমকি দিয়েছিল আইনি ব্যবস্থা নেওয়ার। তাতে আহমেদ শেহজাদকে চুপ করানো গেল না। কদিন যেতে না যেতেই, ফের একবার পাক ক্রিকেটর বোর্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এই ক্রিকেটার। সরাসরি স্বজনপোষনসহ একাধিক অভিযোগ আনলেন তিনি পিসিবির বিরুদ্ধে। এই অভিযোগে তিনি পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপ থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি এবং স্বজনপোষণের অভিযোগ আনলেন আহমেদ শেহজাদ। সেপ্টেম্বর মাসেই তিনটি আলাদা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স কাপে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল সেই প্রতিযোগিতার। দেশের ১৫০জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার কথা। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সেতুবন্ধনে এই প্রতিযোগিতা কাজে লাগবে বলে আশায় রয়েছে পিসিবি। কিন্তু এই আবহেই বোমা ফাটালেন আহমেদ শেহজাদ। চ্যাম্পিয়ন্স কাপে প্রথম শ্রেণীর ক্রিকেট, ৫০ ওভার এবং টি২০ ফরম্যাটে খেলা হওয়ার কথা। পিসিবির ক্রিকেট অ্যাফেয়ার্সের নতুন পরামর্শদাতা হিসেবে ওয়াকার ইউনিস যোগদানের পরই এই প্রতিযোগিতার বিষয় শিলমোহর পড়ে।
আরও পড়ুন-উত্তর কোরিয়ার বিপক্ষে জিতল হিজাজি মাহেরের জর্ডন! ISL-র ক্লাবদের খোঁচা লালহলুদের…
আহমেদ শেহজাদ নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন্স কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। পিসিবির যুব ক্রিকেটারদের বঞ্চনা, দ্বিচারিতা, মিথ্যা প্রতিশ্রুতি এবং স্বজনপোষন মেনে নেওয়া যায় না। পাকিস্তান যখন দারিদ্রতায় ভুগছে, বিশাল বিদ্যুৎের বিল আসছে, সেখানে পিসিবি ৫ মিলিয়ন অর্থ অপচয় করছে একজন মেন্টরের পিছনে, যিনি কিছুই করছে না দলের জন্য’।
আরও পড়ুন-'ওর কাছে টাকা গুরুত্বপূর্ণ নয়', রোহিতের মুম্বইতে থাকা নিয়ে বড় বার্তা অশ্বিনের…
আহমেদ শেহজাদ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের যারা এতটা অবনমন করেছে, সেই ক্রিকেটারদের পিসিবি পুরষ্কৃত করছে’। এরপর তিনি আরেকটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেন পিসিবি বিভিন্নভাবে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। কারণ পিসিবির এমন ব্যক্তিদের দরকার, যাদের সামনে দাঁড় করানো যাবে নিজেদের রক্ষা করার জন্য। উল্লেখ্য শাহিন আফ্রিদি, নাসিম শাহদের দ্বিতীয় টেস্টে দলের বাংলাদেশের বিপক্ষে দলে রাখেনি পাকিস্তান।