ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলতে কদিন আগেই জর্ডনের জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গলের ডিফেন্ডার হিজাজি মাহের। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের অভিযান শেষ হওয়ার পর তিনি চলে গেছিলেন নিজের দেশের হয়ে খেলতে। সেখানে খুব বেশিদিন অনুশীলনের সুযোগ না পেলেও আসল দিনে লেটার মার্কস পেয়েই পাশ করলেন লালহলুদের এই ডিফেন্ডার, যা দেখে বেজায় স্বস্তিতে থাকবেন ইস্টবেঙ্গলের সমর্থকরা।
সেপ্টেম্বর মাসেই শুরু হয়ে যাচ্ছে আইএসএল। তাঁর আগে ইস্টবেঙ্গল দলের নির্ভরযোগ্য এই ফুটবলার খেললেন উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, আর সেখানে বেশ ভালোই পারফরমেন্স করলেন তিনি। তাঁর দলও উত্তর কোরিয়ার বিপক্ষে জয় তুলে নিল প্রীতি ম্যাচে, গোটা ৯০ মিনিটই মাঠে ছিলেন লালহলুদের এই দীর্ঘদেহি ডিফেন্ডার।
আরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
গত মরসুমের মাঝপথেই হিজাজি মাহেরকে দলে নিয়ে ছিল ইস্টবেঙ্গল ক্লাব। আরেক বিদেশী ডিফেন্ডার অ্যালেক্সান্ডার প্যান্টিচকে ছেড়ে দিলেও মাহেরের দক্ষতা দেখে তাঁর ওপর ভরসা রেখেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। কাজটা যে তিনি মোটেই ভুল করেননি, সেটা জর্ডন বনাম উত্তর কোরিয়া ম্যাচেই বোঝা গেল। ডিফেন্সে নেতৃত্ব দিয়েই খেললেন হিজাজি, তাঁর দল জিতল ২-১ গোলে।
আরও পড়ুন-ঐতিহাসিক লর্ডসে ১২ উইকেটের পর এবার শতরান! টেস্টে নজির গড়লেন গাস আটকিনসন…
উত্তর কোরিয়ার বিপক্ষে হিজাজি মাহেরের দল জিততেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও এক বিবৃতি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হল, সঙ্গে আইএসএলের অন্য ক্লাবকে খোঁচাও দিল লালহলুদ শিবির। সেখানে ইস্টবেঙ্গল লিখেছে, ‘ইস্টবেঙ্গলের খেলোয়াড় হিজাজী মাহের তার দেশ জর্ডনের সিনিয়র টিমের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললো উত্তর কোরিয়ার বিরুদ্ধে I যেখানে মাহের পুরো ৯০ মিনিট খেলে এবং তার টিম ২-১ গোলে উত্তর কোরিয়াকে পরাজিত করে। আই.এস.এল এ খেলা বেশিরভাগ বিদেশী খেলোয়াড় খেলতে আসে নিজেদের জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর, কিন্তু মাহের তার ব্যতিক্রম, সেই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব ও I ইস্টবেঙ্গল ক্লাব পথ দেখালো গোটা দেশকে, হিজাজী মাহেরের মাধ্যমে একটা আন্তর্জাতিক খেলোয়াড় তৈরী করার মধ্যে দিয়ে’
আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপের একদিন আগেই রোহিত-হার্দিকের সম্পর্কের বরফ গলেছিল! জানুন নেপথ্য কাহিনী
ইস্টবেঙ্গলের এই লেখা দেখে কারোর বুঝতে বাকি নেই, আইএসএলের অন্য ক্লাব বলতে মোহনবাগান সুপার জায়ান্টসকেও খোঁচা দিতে চেয়েছেন তাঁরা। কারণ জ্যাসন কামিন্সের মতো বিশ্বকাপার গতবার মোহনবাগানে খেললেও তিনি জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময় গোটা ৯০ মিনিট খেলেননি, দিমিত্রি পেত্রাতোসের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অবশ্য জেমি ম্যাকলারেন মাঠে নামলে তিনি যে আইএসএলের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা তারকা হিসেবেই গণ্য হবেন, সেকথা বলাই বাহুল্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।