শুভব্রত মুখার্জি:- আইসিসির ট্রফি জয়ের খরা কাটিয়ে কয়েকমাস আগেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। কারণ এর ঠিক মাসখানেক আগে শুরু হওয়া আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সম্পর্কেও সৃষ্টি হয়েছিল শৈত্যতা।কারণ রোহিতের হাত থেকে অধিনায়কত্ব সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল হার্দিককে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার সম্পর্কে যে শীতলতা আইপিএল চলাকালীন ধরা পড়েছিল তা কয়েকদিন পরে হওয়া টি-২০ বিশ্বকাপে কার্যত উধাও হয়ে যায়। কিন্তু কিভাবে সম্ভব হয়েছিল এই ম্যাজিক? আসুন জেনে নেওয়া যাক নেপথ্য কাহিনী।
আরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
টি-২০ বিশ্বকাপ চলাকালীন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রতি ভারত অধিনায়ক রোহিত শর্মা বারবার আস্থা রেখেছেন। বারবার হার্দিক সেই আস্থার দামও দিয়েছেন। যখন দরকার পড়েছে দলের হয়ে তখনই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি। অধিনায়ক রোহিতকে কখনও হার্দিকের গালে চুমু খেতে পর্যন্ত দেখা গিয়েছে। কখনও আবার তাঁকে কাঁধেও তুলে নিয়েছেন।এই ছবি বারবার ধরা পড়েছে ক্যামেরাতে।রাতারাতি কিভাবে বদলাল এই ছবি? বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়েছেন অভিজ্ঞ স্পোর্টস রিপোর্টার বিমল কুমার।তিনি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে উপস্থিত থেকে টি-২০ বিশ্বকাপ কভার করেছেন।খুব সামনে থেকে দেখেছেন ভারতীয় দলকে। একেবারে সামনে থেকে দেখেছেন রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াদের।
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর পর প্যারিসেও জিতলেন সোনা,এল আরও পদক
টু স্লগার্স পডকাস্টে' তিনি জানিয়েছেন ‘ আমি নেটে ভারতের অনুশীলন দেখেছি, প্রতিদিন দেখেছি। আমি লক্ষ্য করেছি রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার সম্পর্ক।প্রথমদিন তো ওঁরা কথাই বলেনি একে অপরের সঙ্গে। একে অপরের থেকে তারা দূরে দূরে ছিলেন। তবে দ্বিতীয় দিন চিত্রটা বদলে যায়। একে অপরের সঙ্গে কথা বলছিল। তারা এক কোনায় বসে একে অপরের সঙ্গে কথা বলছিল। কোন ক্যামেরা ছিল না। ওঁরা নিজেদের মধ্যে কথা বলছিল। খুনসুটি করছিল। আমি ভাবছিলাম এটা আমি কি দেখছি? ভারতেও সেই সময়ে তাদের সম্পর্ক নিয়ে খুব কথা হচ্ছিল। এরপর পরপর তিনদিন আমরা দেখেছি ওঁরা একসঙ্গেও দুটো নেটে ব্যাট করত। রোহিত ,হার্দিককে ওঁর ব্যাটিং -বোলিং নিয়ে মতামত দিত। এরপর দেখি টিমের পরিবেশ বদলে যায়। দলে একটা আলাদা স্বস্তি তখন কাজ করছিল।’
আরও পড়ুন-বিরাটের সাফল্যে মুগ্ধ লক্ষ্য সেন! পদক হাতছাড়া হওয়ার পর বললেন, ‘ওর মত হতে চাই’…