এমনিতেই ২০ ওভারের ক্রিকেটে চার-ছক্কার ফুলঝুরি ফোটে। তার উপর বৃষ্টির জন্য টি-২০ ম্যাচ যদি ৫ ওভার প্রতি ইনিংসে কমে দাঁড়ায়, তাহলে মারকাটারি ক্রিকেট দেখতে পাওয়াই স্বাভাবিক। বৃহস্পতিবার মেজর লিগ ক্রিকেটে দেখা গেল ঠিক তেমনই ধুমধাড়াক্কা ব্যাটিং।
লডারহিলে চলতি এমএলসি ২০২৫-এর ২৩তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে টেক্সাস সুপার কিংস ও ওয়াশিংটন ফ্রিডম। বৃষ্টির জন্য ম্যাচ যথা সময়ে শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টিতে বিস্তর সময় নষ্ট হলে ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৫ ওভার প্রতি ইনিংসে।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টেক্সাস সুপার কিংস নির্ধারিত ৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। অর্থাৎ, তারা ওভার প্রতি ১৭.৪০ রান সংগ্রহ করে। ফ্যাফ ডু'প্লেসির বদলে এই ম্যাচে সুপার কিংসকে নেতৃত্ব দিতে নামেন মার্কাস স্টইনিস। তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ২ বলে ২ রান করে আউট হন।
অপর ওপেনার ডারিল মিচেল ৫ বলে ৬ রান করে রিটায়ার্ড আউট হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুভম রঞ্জনে ১৪ বলে ৩৯ রানের আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। চার নম্বরে ব্যাট করতে নেমে ডোনোভন ফেরেইরা মাত্র ৯ বলে ৩৭ রান করে নট-আউট থাকেন। বিধ্বংসী ইনিংসে প্রোটিয়া তারকা ৫টি ছক্কা মারেন। ওয়াশিংটন ফ্রিডমের হয়ে ১টি উইকেট নেন সৌরভ নেত্রভালকর।
পালটা ব্যাট করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করে। অর্থাৎ, ৪৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে সুপার কিংস। সেই সুবাদে তারা ওয়াশিংটনকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে।
ফ্রিডমের হয়ে গ্লেন ফিলিপস ১১ বলে ১৮ রান করেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১০ রান করেন রাচিন রবীন্দ্র। ক্যাপ্টেন গ্লেন ম্যাক্সওয়েল ১ বলে আউট হয়ে বসেন। তিনি খাতা খুলতে পারেননি।
সুপার কিংসের হয়ে ১ ওভারে ১২ রান খরচ করে ২টি উইকেট দখল করেন নান্দ্রে বার্গার। ১টি করে উইকেট দখল করেন আকিল হোসেন ও নূর আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন ডোনোভন ফেরেইরা।