প্রত্যাশা মতোই জিম্বোবোয়েকে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজিত করল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে করবিন বশের দুর্দান্ত ডাবল। প্রথমে ব্যাট হাতে সেঞ্চুরি করেন করবিন। পরে বল হাতে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি।
বুলাওয়ের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ৪১৮ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। লুয়ান দ্রে প্রিটোরিয়াস ১৫৩, করবিন বশ অপরাজিত ১০০ ও ডেওয়াল্ড ব্রেভিস ৫১ রান করেন। জিম্বাবোয়ের হয়ে ৪ উইকেট নেন তানাকা শিভাঙ্গা।
পালটা ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৫১ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে ১৬৭ রানের বিশাল লিড পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শন উইলিয়ামস ১৩৭ রান করেন। ৪টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকার উইয়ান মাল্ডার। ৩টি করে উইকেট দখল করেন কডি ইউসুফ ও কেশব মহারাজ।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান তোলে। ১৪৭ রান করেন উইয়ান মাল্ডার। ৫১ রান করেন ক্যাপ্টেন কেশব মহারাজ। করবিন বশ দ্বিতীয় ইনিংসে ৩৬ রান করেন। জিম্বাবোয়ের ওয়েলিংটন মাসাকাদজা দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- ভারতের বিরুদ্ধে ২য় টেস্টের প্লেয়িং ইলেভেন জানাল ইংল্যান্ড, মাঠে নামছেন কারা?
প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জিম্বাবোয়ের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৩৭ রানের। জিম্বাবোয়ে শেষ ইনিংসে অল-আউট হয় ২০৮ রানে। ৩২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
শেষ ইনিংসে ৫৭ রান করেন জিম্বাবোয়ের ওয়েলিংটন মাসাকাদজা। ৪৯ রান করেন ক্যাপ্টেন ক্রেগ আরভাইন। দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ ইনিংসে ৫টি উইকেট নেন করবিন বশ। ৩টি উইকেট নেন কডি ইউসুফ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন লুয়ান দ্রে প্রিটোরিয়াস।
করবিন বশ দীর্ঘ ২৩ বছর পরে দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতরান ও ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেন। অব্রে ফকনার, জিমি সিনক্লেয়ার ও জ্যাক কালিসের পরে দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতরান ও ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন করবিন।