কাউন্টি ক্রিকেটে নিজেদের ১২৬ বছর আগের রেকর্ড ভেঙে চুরমার করল সারে। ডারহ্যামের বিরুদ্ধে চলতি কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে তোলে সারে। সেই সুবাদে তারা কাউন্টি চ্যাম্পিয়নশিপের সার্বিক ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংসের সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে।
ওভালে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফার্স্ট ডিভিশন ম্যাচে সম্মুখসমরে নামে সারে ও ডারহ্যাম। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সারে। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৯৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৪০৭ রান তুলে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে সারে তাদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ৯ উইকেটে ৮২০ রানে। তারা ব্যাট করে সাকুল্যে ১৬১.৩ ওভার।
আরও পড়ুন:- ভারতের বিরুদ্ধে ২য় টেস্টের প্লেয়িং ইলেভেন জানাল ইংল্যান্ড, মাঠে নামছেন কারা?
কাউন্টি ক্রিকেটের ইতিহাসে এটিই সারের সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে তাদের সব থেকে বেশি রানের দলগত ইনিংস ছিল ৮১১ রানের। ১৮৯৯ সালে ওভালেই সামারসেটের বিরুদ্ধে সেই ইনিংস খেলে সারে। সুতরাং, ১২৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে এবার নিজেদের সর্বোচ্চ দলগত রানের নজির গড়ে সারে।
উল্লেখযোগ্য বিষয় হল, কাউন্টি ক্রিকেটের সার্বিক ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ দলগত ইনিংস। কাউন্টির একটি ইনিংসে এর থেকে বেশি রান উঠেছে কেবল তিনবার। কাউন্টিতে সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড রয়েছে ইয়র্কশায়ারের নামে। তারা ১৮৯৬ সালে এজবাস্টনে ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৮৮৭ রান সংগ্রহ করে।
কাউন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলগত ইনিংস
১. ইয়র্কশায়ার- ৮৮৭ রান বনাম ওয়ারউইকশায়ার (১৮৯৬, এজবাস্টান)।
২. ল্যাঙ্কাশায়ার- ৮৬৩ রান বনাম সারে (১৯৯০, দ্য ওভাল)।
৩. সামারসেট- ৭ উইকেটে ৮৫০ ডিক্লেয়ার বনাম মিডলসেক্স (২০০৭, টনটন)।
৪. সারে- ৯ উইকেটে ৮২০ ডিক্লেয়ার বনাম ডারহ্যাম (২০২৫, দ্য ওভাল)।
৫. সারে- ৮১১ বনাম সামারসেট (১৮৯৯, দ্য ওভাল)।
ডারহ্যামের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে সারের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেন ডমিনিক সিবলি। শতরান করেন স্যাম কারান, ড্যান লরেন্স ও উইল জ্যাকস। সিবলি ২৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭৫ বলে ৩০৫ রান করেন। এটি তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারের প্রথম ত্রিশতরান তথা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
স্যাম কারান ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৪ বলে ১০৮ রান করেন। লরেন্স ১৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৯ বলে ১৭৮ রান করে ক্রিজ ছাড়েন। উইল জ্যাকস ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৪ বলে ১১৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন।