বুধবার থেকে শুরু ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এমনিতে সিরিজে ০-১ এ পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এখান থেকে ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে গেলে পিছনের দিকে তাকানো চলবে না, সবেতেই পজিটিভ থাকতে হবেস বলছেন শাস্ত্রী।
অ্যান্ডারসন - তেন্ডুলকর সিরিজের প্রথম ম্যাচে পাঁচটি শতরান আসে ভারতীয় ব্যাটারদের ব্যাট থেকে। প্রায় ৮৫০-র কাছাকাছি রান তুলেও টিম ইন্ডিয়া ম্যাচ জিততেও পারেনি এমনকি ড্র করতেও পারে। দ্বিতীয় টেস্টে বুমরাহকে খেলানো হবে কিনা সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর এই ম্যাচ টিম ইন্ডিয়াকে যেভাবেই হোক হয় জিততে হবে নয় ড্র করতে হবে, হেরে গেলে সিরিজে কামব্যাক করা কঠন হয়ে যাবে।
যদিও বুমরাহর খেলা বা জাদেজার অফ ফর্মে বেশি মনযোগ না দিয়ে শাস্ত্রী আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ‘ভারতের জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল প্রত্যাঘাত করা দ্রুত। একটা টেস্টে প্রায় সাড়াটা সময়ই প্রভাব বিস্তার করার পর শেষ দিনে গিয়ে এত রান খরচ করতে ম্যাচ হারার পর ভারতীয় দলকে কামব্যাক করতে গেলে অনেকটা কঠিন চরিত্র দেখাতে হবে মাঠে। বুমরাহ খেলবে কি খেলবে না আমরা জানি না। তবে আমি আশা করব ওকে খেলানো হবে, কারণ এই টেস্ট ম্যাচটা খুব খুব গুরুত্বপূর্ণ। আর এখনও সব কিছু হাতেই বাইরে যায়নি। তাই এখন ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। এটা পাঁচ ম্যাচের সিরিজ, তাই ভারত নিশ্চয় আশা করবে সমতা ফেরাতে ’।
শাস্ত্রী মনে করেন শুভমন গিলও নিজের ভুল থেকে শিক্ষা নেবেন। তাঁর কথায়, ‘শুভমন গিলের স্বক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বটে, কিন্তু এটা হতেই পারে। ওর অধিনায়ক হিসেবে এটা প্রথম ম্যাচ ছিল। আর এমন ব্যাটিং উইকেটে ভালো আউটফিল্ডে ও একটু কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। তবে আমি আশা করব ও এর থেকে অনেকটা শিক্ষা নেবে। আর আগামী ম্যাচে হয়ত আরেকটু স্বক্রিয় থাকবে। সেক্ষেত্রে বোলার এবং ফিল্ডারদেরও ওকে সাপোর্ট দিতে হবে। ওদের বুঝতে হবে যে ওদের কাজটা ঠিক কি, সেই মতো বাস্তবায়নও করতে হবে ’।