Hindustan Times
Bangla

England's Playing XI: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্লেয়িং ইলেভেন জানাল ইংল্যান্ড, মাঠে নামছেন কারা?

IND vs ENG 2nd Test: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কোন ১১ জনকে মাঠে নামাচ্ছে ইংল্যান্ড, জানিয়ে দিল আগেভাগে।

১. যথারীতি দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামবেন জ্যাক ক্রলি।

২. অপর ওপেনারের ভূমিকা পালন করবেন বেন ডাকেট।

৩. ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামবেন ওলি পোপ।

৪. অভিজ্ঞ জো রুট যথারীতি চার নম্বরে ব্যাট করতে নামবেন।

৫. পাঁচ নম্বরে নামবেন ইংল্য়ান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেন হ্যারি ব্রুক।

৬. ছয় নম্বরে টেস্ট দলনায়ক তথা অল-রাউন্ডার বেন স্টোকসকে দেখা যাবে।

৭. ব্যাটিং অর্ডারের সাত নম্বরে নামবেন উইকেটকিপার জেমি স্মিথ।

৮. আট নম্বরে ব্যাট করতে নামবেন পেসার ক্রিস ওকস, যাঁর ব্যাটের হাত নিতান্ত মন্দ নয়।

৯. নয় নম্বরে পেসার ব্রাইডন কার্সকে দেখা যাবে।

১০. দশ নম্বরে থাকছেন আরও এক বিশেষজ্ঞ পেসার জোশ টাঙ্গ।

১১. একমাত্র বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বশির থাকছেন এগারো নম্বরে।