জসপ্রীত বুমরাহকে না খেলানোর সিদ্ধান্তে শুভমন গিল ও গৌতম গম্ভীরকে দায়ী করলেন রবি শাস্ত্রী। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে না খেলানোর সিদ্ধান্তের জন্য ক্ষুব্ধ হন রবি শাস্ত্রী। তিনি এই কারণে ভারতের অধিনায়ক শুভমন গিল এবং কোচ গৌতম গম্ভীরকে সরাসরি দায়ী করলেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী।
লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর যখন অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে পিছিয়ে পড়ে ভারত, তখন বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তকে ‘বিভ্রান্তিকর’ বলে কটাক্ষ করেন শাস্ত্রী। তিনি বলেন, প্রায় এক সপ্তাহের বিরতির পরও ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি বুমরাহকে খেলাতে না পারে, তাহলে এর দায় পুরোটাই অধিনায়ক ও কোচের।
রবি শাস্ত্রী বলেন, ‘বিশ্বসেরা পেসারকে বসিয়ে রাখা বিশ্বাসই হচ্ছে না।’ ম্যাচ শুরু হওয়ার আগেই স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ প্যানেলে থাকা শাস্ত্রী বলেন, ‘তুমি বিশ্বের সেরা পেসারকে বিশ্রামে বসিয়ে রাখছ, সেটাও সাতদিন বিশ্রামের পর? এটা বিশ্বাস করা কঠিন।’
তিনি মাথা নেড়ে নিজের বিস্ময় প্রকাশ করেন। শাস্ত্রীর তীব্র সমালোচনা গিল-গম্ভীরের প্রতি ছিল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল অ্যাথারটন যখন বলেন, ‘আমার কাছে এই সিদ্ধান্তটা খুবই অদ্ভুত লাগছে, রবি।’ তখন শাস্ত্রী আর অপেক্ষা না করে সরাসরি মাইক ধরেন এবং বলেন, ‘আমার দৃষ্টিতে এটা অত্যন্ত অদ্ভুত ও বিভ্রান্তিকর। ও (বুমরাহ) যদি ফিট থাকে, তাহলে খেলাই উচিত ছিল। একদমই কোনও সন্দেহের অবকাশ নেই।’
তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তটা পুরোপুরি অধিনায়ক ও প্রধান কোচের নেওয়া উচিত ছিল। কোচিং স্টাফ নয় — হ্যাঁ, প্রধান কোচ ও অধিনায়ক। এটা সিরিজ বাঁচানোর ম্যাচ, বুমরাহকে খেলানোই উচিত ছিল।’ শাস্ত্রী বলেন, ‘এই ম্যাচটা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিরিজে টিকে থাকতে হলে এই টেস্ট জিততেই হবে। আর তাই তোমার প্রধান পেসারকে খেলানো জরুরি ছিল। কোনও 'যদি' বা 'কিন্তু' নয় — ওর খেলাই উচিত ছিল।’
কী বলেছিলেন শুভমন গিল ও গম্ভীর?
টেস্টের আগের দিন ভারত অধিনায়ক শুভমন গিল নিশ্চিত করেন, জসপ্রীত বুমরাহ সম্পূর্ণ ফিট এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কিন্তু তার পরেও তাঁকে বিশ্রামে রাখা হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। টসে হেরে গিল বলেন, ‘এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সিরিজের তৃতীয় টেস্ট লর্ডসে — ওখানে পিচে বেশি কিছু পাওয়া যেতে পারে বলে আমরা ভাবছি। তাই ওকে এখন বিশ্রামে রাখাই ভালো মনে করেছি।’
বুমরাহ নিজেই বলেছিলেন খেলবেন তিনটি টেস্ট
সিরিজ শুরু হওয়ার আগেই বুমরাহ নিজেই জানান, পাঁচ ম্যাচের সিরিজে তিনি মাত্র তিনটি টেস্ট খেলবেন। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে চোট পাওয়ার পর থেকে ডাক্তার ও ফিজিওরা তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। এই কারণেই রোহিত শর্মার অবসর নেওয়ার পরও বুমরাহকে টেস্ট দলের অধিনায়ক করা হয়নি। প্রধান কোচ গৌতম গম্ভীর আগেই বলেছিলেন, ‘ভারত প্রথম টেস্ট হেরে গেলেও বুমরাহর workload ম্যানেজমেন্টে কোনও পরিবর্তন হবে না।’
রবি শাস্ত্রী বুমরাহকে না খেলানোর জন্য সরাসরি শুভমন গিল ও গৌতম গম্ভীরকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘বুমরাহ ফিট থাকলে তাঁকে খেলানো উচিত ছিল, এতে কোনও সন্দেহ নেই।’ বুমরাহ নিজেই বলেছিলেন তিনি তিনটি টেস্ট খেলবেন, এবং টিম ম্যানেজমেন্ট সেটাতেই অনড়। কিন্তু শাস্ত্রীর মতে, সিরিজ বাঁচাতে বুমরাহকে এই ম্যাচে দরকার ছিল।