কাউন্টি ক্রিকেটে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন দুই ভারতীয় তারকা তিলক বর্মা ও ইশান কিষান। বল হাতে বড় উইকেট নিলেন আরও এক ভারতীয় তারকা খলিল আহমেদ।
তিলক বর্মা চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন হ্যাম্পশায়ারের হয়ে। এসেক্সের বিরুদ্ধে গত ম্যাচেই হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি অভিষেক হয় তিলকের। সেই ম্যাচে তিনি ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
লড়াকু হাফ-সেঞ্চুরি তিলক বর্মার
অভিষেক কাউন্টি ম্যাচে শতরান করার পরে তিলক দ্বিতীয় ম্যাচে দাপুটে হাফ-সেঞ্চুরি করেন। হ্যাম্পশায়ার এবার মাঠে নেমেছে ওরস্টারশায়ারের বিরুদ্ধে। এই ম্যাচের প্রথম ইনিংসে তিলক ৫৬ রানের লড়াকু ইনিংস খেলে রান-আউট হন। ১৭১ বলের জমাট ইনিংসে তিলক ৭টি চার ও ১টি ছক্কা মারেন।
হ্যাম্পশায়ার ফলো-অন করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলে তৃতীয় দিনের শেষে তিলক অপরাজিত থাকেন ব্যক্তিগত ২০ রানে। ৫১ বলের ইনিংসে ভারতীয় তারকা ২টি চার ও ১টি ছক্কা মারেন।
দাপুটে অর্ধশতরান ইশান কিষানের
অন্যদিকে ইশান কিষান চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন নটিংহ্যামশায়ারের হয়ে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইশান নিশ্চিত শতরান হাতছাড়া করেন। তিনি আউট হন ব্যক্তিগত ৮৭ রানে। এবার সামারসেটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ফের হাফ-সেঞ্চুরি করেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। এই ম্যাচে তিনি ৭৭ রান করে সাজঘরে ফেরেন। ১২৮ বলের অনবদ্য ইনিংসে ইশান ৮টি চার ও ২টি ছক্কা মারেন।
বেয়ারস্টোকে ফেরালেন খলিল আহমেদ
ভারতের বাঁ-হাতি পেসার খলিল আহমেদ এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাঠে নামছেন এসেক্সের হয়ে। ইয়র্কশায়ারের বিরুদ্ধে নিজের প্রথম কাউন্টি ম্যাচের প্রথম ইনিংসে খলিল ২৬ ওভার বল করেন। ৪টি মেডেন-সহ ১২৪ রান খরচ করে তিনি সাজঘরে ফেরান ইয়র্কশায়ারের ক্যাপ্টেন তথা উইকেটকিপার জনি বেয়ারস্টোকে।