অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি পাকাপাকিভাবে ইংল্যান্ডে চলে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাঁদের নতুন ছবি আর ভিডিয়ো। যা দেখে লন্ডনের ক্যাফের বলেই ধারণা করা হচ্ছে। যেখানে অনুষ্কা ও বিরাটকে কফির স্বাদ নিতে দেখা যাচ্ছে। যদিও অনেকেই বলছেন, এই ভিডিয়ো-ছবি পুরনো।
অনেকদিন ধরেই চর্চা যে, ভারতে আর থাকছেন না ভারতের প্রাক্তন অধিনয়ক বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। নিজেদের জীবন ও দুই সন্তানের বেড়ে ওঠা, সব কিছুই লাইমলাইট থেকে দূরে রাখতে চান এই দম্পতি। তাই এই সিদ্ধান্ত বলেই খবর ঘনিষ্ঠ মহলে। আর সেইসব খবরের মাঝে, সামনে এল এই ভিডিয়ো।
দেখা যাচ্ছে যে, ক্যাফের বাইরে বসে আছেন অনুষ্কা ও বিরাট। দোকানের ভিতর থেকে নেওয়া হয়েছে সেই ভিডিয়ো ফুটেজ। গোপনেই করা সেই ভিডিয়োটি, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। দেখা গেল, বিরাট ও অনুষ্কার সেই ভিডিয়ো ফুটেজে নানা ধরনের মন্তব্য। কেউ লিখেছেন, ‘এই কারণেই লন্ডনে থাকার সিদ্ধান্ত অনুষ্কা-বিরাটের। ওখানেও শান্তি নেই।’ আরেকজন লেখেন, ‘আরে ওঁদের কখনো তো একা ছাড়ুন’। আবার কেউ কেউ দেখা গেল, বিরাটের কাছে আবেদন করেছেন তিনি যেন লন্ডনে চলে না যান পাকাপাকিভাবে। লেখেন, ‘ছুটি কাটানোতে সমস্যা নেই। শুধু লন্ডনে শিফট করবেন না প্লিজ।’
সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। মেয়ের জন্মের পর থেকেই, কাজের থেকে দূরে অনুষ্কা। মাঝে অবশ্য ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং করেছেন। যদিও সেই প্রোজেক্টটি নানা আইনি জটিলতার কারণে আটকে রয়েছে। ২০১৮ সালের জিরো ছিল অনুষ্কার শেষ সিনেমা। ২০২১ সালে ভামিকার জন্মের পর, ২০২৪ সালে জন্ম হয়েছে অকায় কোহলির। আপাতত দুজনেই সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান।
চলতি বছর অনেক টেস্ট, ওয়ানডে ও আইপিএলে ব্যস্ত ছিলেন বিরাট। এমন পরিস্থিতিতে পরিবারকে সময় দিতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে পরিবারকে সময় দিতেই এই সিদ্ধান্তের পথে অনুষ্কা-বিরাট।