একজন অভিনেত্রী হিসেবেই চিরকাল পরিচিতি লাভ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার প্রথম উপস্থাপনার ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে, বলা ভালো শুনতে পাওয়া যাবে। মুক্তি পেল বিপ্লব কয়াল পরিচালিত ‘দাঁতের লড়াই’ ছবির অফিসিয়াল ট্রেলার।
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলারে এক কৃষক পরিবারের গল্প দেখানো হয়েছে, যে পরিবারের তিন সদস্য। একটি ছোট্ট মেয়ে এবং তার বাবা-মা। খুব দরিদ্র এই পরিবারের মেয়েটি দাঁতের লড়াই নামের একটি লজেন্স খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু অভাবের তাড়নায় নিজের সেই শখ পূরণ করতে পারে না সে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
কখনও বাবার থেকে আবার কখনও কাকার থেকে টাকা নিয়ে লজেন্স কিনে খায় সে। তবে অভাবের এই পরিবারই বিপদ নেমে আসে যখন একটি অজানা রোগে আক্রান্ত হয় ওই ছোট্ট মেয়েটির বাবা। হাতে টাকা না থাকায় লেবুর পরিবর্তে বাবার জন্য ওষুধ আনতে যায় ছোট্ট কুহু, কিন্তু টাকা না থাকায় ফিরে আসতে হয় খালি হাতে।
বাবার মৃত্যুর পর মাও আত্মহত্যা করে। বিশ্ব চরাচরে একা হয়ে যায় কুহু। একটা হাসিখুশি পরিবার মুহূর্তেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় কুহুর যত স্বপ্ন, আনন্দ। ট্রেলারে ছোট্ট কুহুর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
গুহ চরিত্রে অভিনয় করেছেন অংশুলা সেনগুপ্ত, দানু চরিত্রে অভিনয় করেছেন অভিলাষ চক্রবর্তী। মায়া চরিত্রে স্বস্তিকা দাস অভিনয় করেছেন। চিকিৎসকের চরিত্রে অর্থাৎ পবন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ শিল্পী বাবলু বন্দ্যোপাধ্যায়। হারু ময়রার চরিত্রে অভিনয় করেছেন অরিত্র ঘোষ।
বিপ্লব কয়াল অভিনীত এই ছবিটির গানের দায়িত্বে রয়েছেন অরিজিত কিশোর রায়, দেবপ্রিয় দাস। চিত্রনাট্য লিখেছেন দীপঙ্কর ঘোষ। সিনেমাটোগ্রাফার বিদ্যুৎ হালদার এবং সুরের মূর্ছনায় সকলকে মুগ্ধ করেছেন সুবীর চট্টোপাধ্যায়।