ফেলুদা, ব্যোমকেশের পর এই মুহূর্তে বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দা হলেন একেন বাবু। শুধু রহস্য সমাধান নয়, এই চরিত্রের অসামান্য কমেডি সেন্স এবং বুদ্ধিদীপ্ততা বারবার মুগ্ধ করেছে সকলকে। গত মাসে অর্থাৎ ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল একেন বাবুর নতুন ছবি ‘বেনারসে বিভীষিকা’। এবার ডিজিটাল প্লাটফর্মে আসতে চলেছে ছবিটি।
জুলাই মাস শুরু হতেই এই বড় খবরটি সমাজ মাধ্যমে শেয়ার করে জানালেন অনির্বাণ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তাহলে ১১ জুলাই থেকে রিপিট মোডে? হইচই - এ’। সঙ্গে যে ছবিটি দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে, আগামী ১১ জুলাই হইচই-এর পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে একেন বাবুর ‘বেনারসে বিভীষিকা’।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
অনির্বাণ চক্রবর্তীর এই ছবিটি দেখেই উচ্ছ্বসিত নেট দুনিয়ার একাংশ। কেউ কেউ জানিয়েছেন, বড় পর্দায় ছবিটি দেখার পরেও আবার এই ছবিটি ডিজিটাল প্লাটফর্মে দেখতে চান তারা। কেউ কেউ আবার হয়তো সময়ের অভাবে বড়পর্দায় ছবিটি দেখতে পাননি, তারা এই খবরটি শুনে ভীষণ ভীষণ খুশি হয়েছেন।
ছবি প্রসঙ্গে
ছবিতে গৌরবের বেনারসের বাড়িতে ঘুরতে আসেন একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু ওই যে কথাতেই বলে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙ্গে তাই ঘুরতে এসেও গোয়েন্দাগিরি ছাড়তে পারলেন না একেন বাবু। তবে এই ছবিতে শুধু অনির্বাণ নয়, মন কেড়ে নিয়েছেন শাশ্বত এবং বিশ্বনাথও। ছবি শেষে খুব তাড়াতাড়ি ফিরে আসার ইঙ্গিত দেন অনির্বাণ যার ফলে বোঝা যায়, আবারও নতুন একটি গল্প নিয়ে আসতে চলেছেন একেন বাবু।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
প্রসঙ্গত, অনির্বাণ চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন সৌহার্দ্য মুখোপাধ্যায়, সোমক ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বস, গৌরব চক্রবর্তী, ইশা সাহা। বেনারসের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে বারবার ফুটে উঠেছে ভারতের সবথেকে পুরনো শহরের বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য।