২০০৭ সালে অনুরাগ বসু পরিচালিত ‘লাইফ ইন এ মেট্রো’ মুক্তি পায়, যা আক্ষরিক অর্থেই ছিল একটি ব্লকবাস্টার ছবি। প্রায় ২০ বছর পর এই ছবিটির সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। সিনেমায় ব্যস্ততম শহরে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া প্রেম, একাকীত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু আপনি কি জানেন এই ছবির চিন্তাভাবনা শুরু হয়েছিল ইরফান খানের হাত ধরেই।
সম্প্রতি নিউজ এইট্টিন এর সঙ্গে কথোপকথন চলাকালীন ‘মেট্রো ইন দিনো’ ছবিটি তৈরি প্রসঙ্গে খোলামেলা কথা বলেন অনুরাগ। তিনি জানান, সিনেমাটি তৈরি করার পেছনে প্রথম অবদান যার, তিনি আর কেউ নন, তিনি হলেন ইরফান খান।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
অনুরাগ বলেন, ‘জাগ্গা জাসুস ছবিটির পর আমি আর ইরফান একদিন বসে গল্প করছিলাম। হঠাৎ ও বলে ওঠে, চলো মেট্রো ২ বানাই। লাইফ ইন মেট্রো ছবির পরেই কিন্তু এই সিনেমাটি তৈরি করার চিন্তাভাবনা ছিল না। অনেক বছর পর ইরফানের পরামর্শ শুনে প্রথম ছবিটি তৈরি করার চিন্তা আমার মাথায় আসে।’
অনুরাগ আরও বলেন, ‘এই সিনেমাটি বানানোর কোনও পরিকল্পনাই আমার ছিল না। আমার মনে হয়েছিল যদি মানুষের পছন্দ না হয় তাহলে কি হবে। কিন্তু তারপর আমি লুডো তৈরি করি আর শেষ সিক্যুয়েল হতে চলেছে এটি।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
প্রসঙ্গত, ভূষণ কুমার, কৃষাণ কুমার, অনুরাগ বসু, এবং তানি বসু প্রযোজিত এবং অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফাতিমা সানা শেখ, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা এবং নীনা গুপ্তা।