পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ এই মুহূর্তে তাঁর ছবি ‘সর্দার্জি থ্রি’ নিয়ে চর্চায় রয়েছেন। এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতির কারণে ছবিটি বিতর্কের মুখে পড়েছে। ছবিটি বিদেশে মুক্তি পেলেও ভারতে এখনও মুক্তি পায়নি। ‘সর্দারজি থ্রি’ বিতর্কের মাঝেই জেপি দত্তের আসন্ন বর্ডার ২ থেকে দিলজিৎকে সরানোর দাবি তুলেছিলেন অনেকেই। একই সঙ্গে দিলজিৎকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছিল। এবার সেই গুঞ্জনের বিষয়ে জবাব দিলেন দিলজিৎ।
দিলজিৎ দোসাঞ্জ ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ থেকে দিলজিৎ দোসাঞ্জকে বর্ডার ২ থেকে সরানোর দাবি জানানো হয়েছিল। এবার বর্ডার ২-এর সেট থেকে একটি ভিডিও শেয়ার করে এমন গুজবের অবসান ঘটিয়েছেন দিলজিৎ। দিলজিৎ যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে বর্ডারের গান ‘সন্দেশে আতে বাজানো হচ্ছিল’ যার ক্যাপশনে লেখা ছিল বর্ডার ২।
দিলজিৎ যে ভিডিয়োটি পোস্ট করেছেন তাতে তাঁকে ভ্যানিটি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। দিলজিৎ ইউনিফর্ম পরেছেন এবং তিনি নীল পাগড়ি পরেছেন। ভিডিওতে দেখা যায়, দিলজিৎ হাতজোড় করে কয়েকজনের সঙ্গে দেখা করছেন। এর পর দিলজিৎকে চিত্রনাট্য পড়তে দেখা যায়।
আরও পড়ুন-রাঘব চাড্ডাকে কি সিনেমায় দেখা যাবে? পরিণীতি বলেন, ‘ওকে আসলে খুব সুন্দর দেখতে...’
বরুণ ধাওয়ান, সানি দেওল ও আহান শেট্টি অভিনীত এই সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবির মুক্তির কথা বলতে গেলে মনে করা হচ্ছে, ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেতে পারে ছবিটি। তবে কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে তার কোনো আনুষ্ঠানিক তারিখ জানানো হয়নি।