নআবারও ফিরছে 'কিউ সাস ভি কভি বহু থি ২' । আপাতত তাই এনিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। এই শোয়ের কথা ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বহু দর্শক। এদিকে এই শোয়ের সিজন ২ নিয়ে আলোচনার মাঝেই করণ জোহরের সঙ্গে বিশেষ কথোপকথনে নিজের শো নিয়ে কথা বলেন স্মৃতি ইরানি।
স্মৃতি বলেন, একতা কাপুরের শো থেকে 'সাস বহু' শোয়ের ঐতিহ্য শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যে ২৫ বছর আগে শোতে যে ধরণের বিষয় উত্থাপিত হয়েছিল তা নিয়ে কেউ কথাও বলেনি। 'উই দ্য উইমেন'-এর সাম্প্রতিক এপিসোডে করণ জোহর স্মৃতি ইরানিকে বলেন, ‘কিউ কি সাস ভি কভি বহু থি ফিরে আসছে।’ এ প্রসঙ্গে স্মৃতি ইরানি করণ জোহরকে প্রশ্ন করেন, ‘তাই কী? করণ জানান, এমনই আলোচনা শোনা যাচ্ছে।’
এ প্রসঙ্গে স্মৃতি ইরানি প্রশ্ন করেন, তিনি (একতা কাপুর) কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেছেন কিনা? করণ তখন তাঁকে পাল্টা জিগ্গেস করেন যে তিনি এটার কথা ঘোষণা করতে পারেন কিনা। এবিষয়ে স্মৃতি ইরানি করণকে বলেন, 'এর জন্য ওকে (একতা কাপুরকে) ফোন করতে হবে।
স্মৃতি ইরানি পরে বলেন, ‘অনেক সময় এমন হয় যে আমরা না জেনেই একটি গল্প তৈরি করি যে এটি কীভাবে বিভিন্ন প্রজন্মের উপর ছাপ ফেলবে এবং কিউ সাস ভি কভি বহু থি এইরকম একটি শো ছিল।’
স্মৃতি ইরানি আরও বলেন যে ‘২৫ বছর আগে শোতে এই শো বৈবাহিক ধর্ষণ, প্রাপ্তবয়স্কদের স্বাক্ষরতা এবং নারী অধিকার সম্পর্কে কথা বলেছিল। যাতে মহিলারা সিদ্ধান্ত নিতে পারে যে স্বামী যদি তাঁর সঙ্গে প্রতারণা করে থাকলে, সে কি তার সঙ্গে থাকতে চায় নাকি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায?’ স্মৃতি ইরানি বলেন যে 'বৈবাহিক ধর্ষণের মতো বিষয়ে মানুষ খোলাখুলি কথাও বলে না, পারিবারিক নাটকের মাধ্যমে আলোচনা তো দূরের কথা।'