সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে নেন বৈভব সূর্যবংশী-আয়ুষ মাত্রেরা। দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের থ্রিলারে হার মানে ভারতীয় দল। এবার ৪০ ওভারে কমে দাঁড়ানো তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুর্দান্ত জয় পায় ভারতের যুব দল। সেই সুবাদে ইংল্যান্ডের অনূর্ধ্ব দলের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে সিরিজে ২-১ ব্যবধানে লিড নেয় ভারত।
বুধবার নর্দাম্পটনে সিরিজের তৃতীয় যুব ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে নামে দু'দল। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৮ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে।
ক্যাপ্টেন থমাস রিউ দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান করেন। ৪৪ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। এছাড়া ওপেনার বিজে ডাউকিন্স করেন ৬১ বলে ৬২ রান। তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন। আইজ্যাক মহম্মদ ৪১, বেন মায়েস ৩১ ও রালফি অ্যালবার্ট ২১ রানের যোগদান রাখেন।
ভারতের হয়ে ৮ ওভারে ১টি মেডেন-সহ ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন কণিষ্ক চৌহান। ১টি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন, বিহান মালহোত্রা ও নমন পুষ্পক।
পালটা ব্যাট করতে নেমে ভারতীয় যুব দল ৩৪.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩৩ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে ভারত। ভারতীয় দলকে জয়ের ভিতে বসিয়ে দেন বৈভব সূর্যবংশী। তিনি মারকাটারি মেজাজে হাফ-সেঞ্চুরি করেন।
মনদীপের রেকর্ড ভাঙলেন বৈভব
বৈভব ৬টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারতের হয়ে যুব ওয়ান ডে ক্রিকেটের এক ম্যাচে সব থেকে বেশি ছক্কা মারার সর্বকালীন রেকর্ড গড়েন বৈভব। তিনি ভেঙে দেন মনদীপ সিংয়ের রেকর্ড। মনদীপ সিং একটি যুব ওয়ান ডে ম্যাচে ৮টি ছক্কা মেরেছিলেন।
ব্রিটিশদের বিরুদ্ধে এই ম্যাচে ৩৪ বলে ৪৬ রান করেন বিহান মালহোত্রা। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। ৪২ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন কণিষ্ক চৌহান। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।৩০ বলে ৩১ রান করে নট-আউট থাকেন আরএস অম্বরিশ। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ইংল্যান্ডের হয়ে আলেকজান্ডার ওয়েড ২টি উইকেট দখল করেন।