গত মে মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। এরপর আপাতত তিনি রয়েছেন নিজের লণ্ডনের বাসভবনে। সেখানেই তিনি অবসর সময়ে গিয়ে ছুটি কাটিয়ে আসেন। ভারতের থেকে বেশি সাম্প্রতিককালে বিরাট থাকেন লণ্ডনেই, কারণ সেখানের শান্ত পরিবেশ তাঁর পছন্দ। জনতার থেকে একটু আলাদাই পরিবার নিয়ে থাকতে পছন্দ করেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়।
বর্তমানে এজবাস্টনে চলছে দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩১০ রান। টিম ইন্ডিয়া যে শহরে রয়েছেন, তার কাছেই রয়েছেন বিরাট কোহলি এবং তাঁর পরিবারও। তাই ভারতের ম্যাচ দেখতে আসা সমর্থকরা সব সময়ই চাইছিলেন কোনওভাবে যদি বিরাট কোহলিকেও একবার দেখতে পাওয়া যায়।
আর লণ্ডনের রাস্তায় বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে ঘুরতে বেরতেই সেই ছবি তোলার চেষ্টা করেন ভক্তরা। বিরুষ্কার ছবি তুলতে থাকেন ভক্তরা, আর সেটা দেখেই একপ্রকার বিরক্তি প্রকাশ করেন বিরাট কোহলি, বেশ রাগ চোখেই তিনি তাকিয়ে দেখেন সেই ভক্তকে।
আসলে বিরাট কোহলি বারবারই নিজের পরিবার এবং সন্তানদের এসব ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি থেকে দূরেই রাখেন। অস্ট্রেলিয়া সফরের সময় বিরাটের সন্তানদের ছবি তোলার চেষ্টা করায় এক অজি সাংবাদিককেও চরম ঝাড় দিয়েছিলেন কোহলি। তিনি বরাবরই তাঁর পরিবারকে এসব থেকে আলাদা রাখেন, অনেক সময়ই তাঁকে বলতে শোনা যায় যাতে ছেলে-মেয়ের ছবি কেউ না তোলে। এই ভিডিয়োতেও দেখা যাচ্ছে, বিরুষ্কার ছবি তোলা হচ্ছে দেখে বিরক্ত হয়েই বিরাট কিছু বলছেন অনুষ্কাকে, যা শুনে অনুষ্কাও সেই ভক্তের ক্যামেরার দিকে বিরক্তির চোখে তাকিয়ে দেখছেন।
প্রসঙ্গত বিরাট কোহলি টি২০ ফরম্যাট এবং টেস্ট থেকে অবসর নিলেও আপাতত ওডিআই ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। মনে করা হচ্ছে, ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্তই কোহলি টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে খেলবেন। আর ২৭টা ওডিআই বাকি রয়েছে বিরাটের বিশ্বকাপ শুরুর আগে। ভক্তরা কিছুটা আকাশচুম্বি আশা করছেন, যাতে কোহলি এই ২৭ ম্যাচের মধ্যেই নিজের বাকি শতরানগুলো পূর্ণ করে সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেলেন।