শুক্রবার রথযাত্রার দিন ব্রজভূমি থেকে মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন বিদেশিনী চিন্তামণি ডায়না আর অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি। এবার সামনে আনলেন মেয়ের ছবি।
আরও পড়ুন: বিয়ে ভাঙছে দীপ্সিতা-কৌশিকের! ‘সব রকম ভাবে চেষ্টা করেও…’, লিখলেন অভিনেত্রী
বুধবার চিন্তামণি সমাজমাধ্যমের পাতায় কিছু স্টোরি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানেই দেখা মেলে একরত্তির। প্রথম স্টোরিতে একটি ছোট্ট ভিডিয়ো শেয়ার করেন, সেখানে বাবা গৌরবের কোলে খুদে কে খেলা করতে দেখা যায়। মেয়ের দিকে তাকিয়ে গৌরব নানা মুখভঙ্গি করে তার সঙ্গে খেলতে থাকে একমনে। তারপরের ছোট্ট ভিডিয়োয় চিন্তামণির হাতে তাঁর মেয়ের ছোট্ট হাত দেখা যায়। এরপর বৃহস্পতিবার গৌরবও বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন। ভিডিয়োয় দেখা যায় মেয়েকে কোলে নিয়ে গৌরব বলছেন, ‘বাবা তোমাকে ভালোবাসে।’
আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে কেক কেটে জন্মদিন পালন রুক্মিণীর! ‘স্মরণীয়…’, আবেগে ভাসলেন নায়িকা
তাঁদের সন্তান জন্মানোর পর থেকেই অনুরাগীরা অধীর আগ্রহে তাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। অনেকেই আগ্রহী জানতে যে, কার মতো দেখতে হল খুদের মুখ। কিন্তু তা এখনই বোঝার উপায় নেই। কারণ ভিডিয়োয় খুদের সাইড ফেস দেখা গিয়েছে। এখনও তাঁর সম্পূর্ণ মুখের ছবি সামনে আনেননি গৌরব-ডায়না।

আরও পড়ুন: হাতে কাজ নেই অনির্বাণের, ‘সিরিজ-সিনেমার জন্য কেউ আর ডাকেনি…’, অভিনয় বন্ধ হওয়া নিয়ে আশঙ্কায় নায়ক!
প্রসঙ্গত, গৌরবকে আর আগের মতো দেখা পর্দায় খুব একটা দেখা যায় না। তিনি ও চিন্তামণি নানা ভিডিয়ো, বিশেষ করে নাচের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তাছাড়াও তাঁদের জীবনের নানা খুঁটিনাটিও ভিডিয়োর মাধ্যমেই শেয়ার করে নেন সমাজমাধ্যমের পাতায়। শেষ গৌরবকে দেখা গিয়েছিল ‘নয়নতারা’ ধারাবাহিকে। একটা সময় টেলি নায়িকা জেসমিন রায়ের সঙ্গেও ছিল তাঁর সম্পর্ক। কিন্তু করোনাকালে তা ভেঙে যায়।
অন্যদিকে, রাধা-কৃষ্ণের প্রেমে, সুদূর রাশিয়া ছেড়ে, ব্রজভূমিতে এসেছিলেন চিন্তামণি। তাঁর বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই তাঁর বড় হওয়া। আর সেই সূত্র ধরেই তাঁর আসা ভারতে। তারপর গৌরবের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসে, বৃন্দাবনেই বিয়ে হয় তাঁদের। আংটি বদল সেরে তাঁরা সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অবশ্য সেই ২০২২ সালেই। তারপর আইনি বিয়ে করলেও, সামাজিক বিয়েটা হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। আর জুনেই কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান।