সোমবার কলকাতায় এসেছিলেন শেহনাজ গিল। এসভিএফ ও হাম্বেল মোশন পিকচারস-এর প্রযোজনায় কলকাতায় পাঞ্জাবি ছবির শ্যুটিং করছেন তিনি। বর্ধমান রাজবাড়িতে ছবির কাজ শুরু হয়েছে। তার মাঝেই কালীঘাটে পুজো দিলেন অভিনেত্রী।
এসভিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পাঞ্জাবি ছবিটির নাম 'সিং ভার্সেস কৌড় ২'। এই ছবির হাত ধরেই এসভিএফ প্রথম কোনও পাঞ্জাবি ছবির প্রযোজনা করছে। তাছাড়াও অনেক দিন পর এই 'সিং ভার্সেস কৌড় ২'তে একসঙ্গে কাজ করতে দেখা যাবে গিপ্পি গ্রেওয়াল এবং শেহনাজ গিলকে। ছবিটি পরিচালনা করছেন নবনীত সিং। ছবিতে বঙ্গ তনয়া হিসেবে ধরা দেবেন শেহনাজ। তাই শোনা যাচ্ছিল নায়িকা নাকি অলিভিয়া সরকারের কাছে বাংলাও শিখছেন। ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়িকা জানিয়েছিলেন তিনি কালীঘাট যেতে চান।
আরও পড়ুন: মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-চিন্তামণি! কার মতো দেখতে হল একরত্তিকে?
সেই মতোই সময় বুধবার শ্যুটিংয়ের ফাঁকে কালীঘাটে গেলেন অভিনেত্রী। দেবীর কাছে পুজো দিয়ে আরতিও করলেন নায়িকা। টলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, তিনি নিজে হাতে আরতি করেছেন।
তাছাড়া নায়িকা নিজেও তাঁর কালীঘাটে পুজো দেওয়ার ছবি অনুরাগীদেরসঙ্গে ভাগ করে নেন। সেখানে একটি ছবিতে নায়িকাকে কালীঘাটের মা কালীর সামনে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায়। আর একটি ছবিতে তাঁকে আরতি করতে দেখা যায়। তিনি ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'জয় কালী কলকাতাওয়ালি'।
আরও পড়ুন: মায়াপুর ইসকন মন্দিরে কেক কেটে জন্মদিন পালন রুক্মিণীর! ‘স্মরণীয়…’, আবেগে ভাসলেন নায়িকা
প্রসঙ্গত, তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে গিপ্পি গ্রেওয়ালকে। তিনি ছবি প্রসঙ্গে বলেছেন, 'আমরা সিক্যুয়েলটি তৈরি করতে কিছুটা সময় নিয়েছিলাম কারণ আমরা সত্যিই নতুন কিছু নিয়ে ফিরে আসতে চেয়েছিলাম। অবশেষে ভালো চিত্রনাট্য পাই। কলকাতার সঙ্গে ছবির একটা বড় যোগ রয়েছে। আমাদের ছবিতে একটা মোড় আছে যা আমি এখনই প্রকাশ করতে পারব না, তবে কলকাতা তার কেন্দ্রবিন্দুতে রয়েছে।'
তাছাড়াও শেহনাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেহনাজ এবং আমি বিগ বসের আগে থেকেই একে অপরকে চিনি। এই চরিত্রের জন্য তিনি সত্যিই উপযুক্ত কারণ এই চরিত্রে তাঁর বাস্তব জীবনের ব্যক্তিত্বও প্রতিফলিত হয়েছে।’
অন্যদিকে, শেহনাজ বলেন, ‘আমি বাংলা ভাষা শিখছি। আমার চরিত্রটা বাঙালির। এখনও কলকাতার অনেক কিছু দেখা বাকি আছে! আমি কালীঘাটে যেতে চাই, বিরিয়ানি, ফুচকা এবং রোল খেতে চাই।’