আইপিএল ২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলবেন রোহিত শর্মা, নিজের জাতীয় দলের অধিনায়ককে নিয়ে এমনই ভবিষ্যৎদ্বাণী করলেন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এবারের আইপিএল শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স দলের ম্যানেজমেন্ট এবং অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দুরত্ব তৈরি হয় রোহিত শর্মার। জাতীয় দলের অধিনায়ক হওয়ায় সত্ত্বেও তাঁকে পাত্তা না দিয়ে সরাসরি অধিনায়ক পদ থেকে ছাঁটাই করে হার্দিককে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে মুম্বইতে অধিনায়ক করে নিয়ে আসে ম্যানেজমেন্ট।
জল্পনা শুরু হয়, রোহিতের পুরনো সতীর্থদের একাংশ হার্দিকের সঙ্গে অতটাও মিলেমিশে থাকতে পারেননি বলে মনে করা হয়েছিল, কিন্তু টি২০ বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন রোহিত হার্দিকের সম্পর্ক আগের থেকে উন্নত হয়েছে, এই আবহেই রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন রোহিত শর্মা আগামী আইপিএলের আগে সম্ভবত নিলামে উঠবেন না।
আরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
টি২০ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলে রবিচন্দ্রন অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলছেন, ‘রোহিতের মতো করে তোমরাও যদি ভাবো তাহলেই বুঝতে পারবে। আমি ভারতীয় দলের অধিনায়ক। আমি মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক থেকেছি। আমি আর কোনও মাথা ব্যথা চাই না। যদি মুম্বইয়ের অধিনায়ক নাও থাকি তাহলেও খুশি মনেই দলের হয়ে খেলব। আমি এক্ষেত্রে নিশ্চিত, অধিকাংশ খেলোয়াড়ই এই মানসিকতার হয়। একটা সময়ের পর কয়েকজন ক্রিকেটারের কাছে টাকাটা আর গুরুত্ব রাখে না। এটাই বিষয় ’।
আরও পড়ুন-ঐতিহাসিক লর্ডসে ১২ উইকেটের পর এবার শতরান! টেস্টে নজির গড়লেন গাস আটকিনসন…
২০২৪ আইপিএল অভিযান খুব একটা খারাপ যায়নি রোহিত শর্মার। তিনি ব্যাট হাতে ৪১৭ রান করেছিলে, স্ট্রাইক রেট ছিল ১৫০। ব্যাটিং গড় ৩২.০৭। করেছিলেন শতরানও। ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়ার পর থেকে আইপিএলে ১৯৯টি ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলেছেন হিটম্যান। অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছেন পাঁচটি আইপিএলের শিরোপা। দলের হয়ে একটি শতরানের পাশাপাশি ৩৪টি অর্ধশতরান রয়েছে মুম্বইকর ব্যাটারের। ১২৯.৮৬ স্ট্রাইক রেটে আইপিএলে মুম্বইয়ের হয়ে রোহিত শর্মা করেছেন ৫০৮৪ রান।
আরও পড়ুন-টি-২০ বিশ্বকাপের একদিন আগেই রোহিত-হার্দিকের সম্পর্কের বরফ গলেছিল! জানুন নেপথ্য কাহিনী
শুধু পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই নয়, চ্যাম্পিয়নস লিগ টি২০ শিরোপাও দুবার জিতেছেন রোহিত শর্মা। এর মধ্যে ২০১৩ সালে অধিনায়ক হিসেবে জেতেন এই ট্রফি। এর আগে রোহিত শর্মা ডেকান চার্জার্স দলের হয়ে খেলেছিলেন, জিতেছিল আইপিএল ট্রফি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা রয়েছেন চতুর্থ স্থানে।