মোদী পদবি নিয়ে মানহানি মামলায় দোষী সাব্য়স্ত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুরাট আদালত দু’বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে তাঁকে। আর লোকসভায় সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধী। তাই কংগ্রেস–তৃণমূলকে কাছাকাছি আসতে দেখা গিয়েছে। সংসদ অধিবেশনের পূর্বে কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ, বুধবার শহিদ মিনারে সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর তারপরই নয়াদিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ। এমনকী সেখানে তিনদিন থাকবেন অভিষেক। এই ঝটিকা রাজধানী সফর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ সদ্য বঙ্গ–বিজেপির সাংসদরা অমিত শাহের সঙ্গে দেখা করে ফিরছেন। তারপরই অভিষেকের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ।
কবে নয়াদিল্লি যাচ্ছেন অভিষেক? সূত্রের খবর, আগামী ২ এপ্রিল নয়াদিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তিনদিনের সফর সেরে আগামী ৫ এপ্রিল কলকাতায় ফিরবেন তিনি। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় থাকেন। তবে নয়াদিল্লিতে তাঁর কী কর্মসূচি রয়েছে সেটা এখনও তিনি খোলসা করেননি। সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। তাতে জাতীয় রাজনীতিতে সমীকরণ বদলে গিয়েছে। রাহুল গান্ধী নিজে বিরোধী জোটের পক্ষে সওয়াল করেছেন। এই আবহে অভিষেকের নয়াদিল্লি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই সফর।
তাহলে কি কংগ্রেস–তৃণমূল জোট হবে? এখনই তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সব আঞ্চলিক দলকে এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা করা হচ্ছে। কারণ বিজেপির এই আগ্রাসী নীতি এবং সব দখল করার মনোভাবের প্রেক্ষিতেই এমন মঞ্চ তৈরির দাবি রাখে। তেমন কোনও জরুরি বৈঠকে অভিষেক নয়াদিল্লি যাচ্ছেন বলে সূত্রের খবর। রাহুল গান্ধী ইস্যুতে কাছে আসতে দেখা গিয়েছে কংগ্রেস–তৃণমূলকে। সেই আবহেই এই নয়াদিল্লি সফর বলে মনে করা হচ্ছে।