বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: ইন্দোর ODI-এর সময়ে হার্ট অ্যাটাক পুলিশকর্মীর, মিলল না অ্যাম্বুলেন্স চালক
পরবর্তী খবর
IND vs NZ: ইন্দোর ODI-এর সময়ে হার্ট অ্যাটাক পুলিশকর্মীর, মিলল না অ্যাম্বুলেন্স চালক
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2023, 08:08 AM ISTTania Roy
ডিএসপি অজ্ঞান হয়ে পড়লে, পুলিশের বাকি সদস্যরা তাঁকে প্রথমে স্টেডিয়ামে পার্ক করা একটি অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই অ্য়াম্বুলেন্সের চালককে পাওয়া যায়নি। এর পর পুলিশের গাড়িতে করেই সেই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তৃতীয় ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন এক পুলিশকর্মী।
মঙ্গলবার ইন্দোরে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওডিআই চলাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী হঠাৎ-ই হৃদরোগে আক্রান্ত হন। জানা গিয়েছে, সেই পুলিশের নাম ডিএস চৌহান। তিনি একজন ডিএসপি। অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত চৌবে জানিয়েছেন, চৌহান হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের পুলিশ কর্মীরা প্রথমে তাঁর কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) করেন। তার পর তাঁকে পুলিশের গাড়িতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, তিনি এখন আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডিএসপি অজ্ঞান হয়ে পড়লে, পুলিশের বাকি সদস্যরা তাঁকে প্রথমে স্টেডিয়ামে পার্ক করা একটি অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই অ্য়াম্বুলেন্সের চালককে পাওয়া যায়নি। এর পর পুলিশের গাড়িতেই চৌহানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ দিকে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত চৌবে জানিয়েছেন, নিয়ম মেনে অ্যাম্বুলেন্সের চালক গাড়িতে না থাকায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে মঙ্গলবার ভারত ৯০ রানে ম্যাচ তৃতীয় ওডিআই জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। পরপর তিন ম্যাচ জিতে তারা একদিনের আন্তর্জাতিকে আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছে। টেস্টে আগেই তারা এক নম্বর স্থান দখল করেছিল। এ বার ওডিআই-এও এক নম্বরে উঠে এল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।