শনিবারের মতোই রবিবারও ইকুয়েস্ট্রিয়ানে নিজের ম্যাজিক দেখালেন ফওয়াদ মির্জা। রবিবার ১১.২০ টাইমের পেনাল্টি পেয়ে ক্রস করলেন কান্ট্রি রাউন্ড। এই রাউন্ডের শেষে তিনি ২২ নম্বর স্থান দখল করলেন। কান্ট্রি রাউন্ডে দারুণ ফল করার সুবাদে সোমবারের ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহনের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন তিনি। বর্তমানে ফওয়াদ মির্জা একমাত্র যিনি তাঁর ঘোড়া মিকিকে (সেইগনেউর মেডিকোট) নিয়ে অলিম্পিক্সের আসরে ২৫ নম্বরের মধ্যে জায়গা দখল করতে পারলেন।
এদিন মির্জা ক্রস কান্ট্রি রাউন্ড ক্লিয়ার করার পরে ১১.২০ টাইম পেনাল্টি সংগ্রহ করেছেন, সাফল্যের সঙ্গে চ্যালেঞ্জিং সি ফরেস্ট ক্রস কান্ট্রি কোর্সে শেষ করার ফলে তাঁর ঝুলিতে উঠেছে মোট ৩৯.২০ পয়েন্ট। এর ফলে তিনি ২২ নম্বর স্থান দখল করেন। তিনি ৮ মিনিটে কান্ট্রি দৌড় শেষ করেছিলেন। কিছু টেকনিক্যাল কারণে শুরুটা করতে একটু দেরী হয়েছিল মির্জার। পরে অবশ্য সবটা সামলে নিয়েছিলেন তিনি।
শনিবারের ড্রেসেজ রাউন্ডে তিনি নবম স্থান দখল করেছিলেন। ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইভেন্টে নিজের ঘোড়া মিকিকে নিয়ে এদিন প্রথম দশ জনের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিলেন। এই ইভেন্টে যৌথ ভাবে নবম স্থান অর্জন করছিলেন ফওয়াদ। মির্জা শনিবার ২৮ পয়েন্ট অর্জন করেছিলেন। শুক্রবার ষষ্ঠ স্থান দখল করেছিলেন তিনি। অলিম্পিক্সের ইতিহাসে নতুন অধ্যায় তৈরি করছেন ফওয়াদ মির্জা। প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন ভারতের এই অশ্বারোহী। ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহনের ব্যক্তিগত ইভেন্টে প্রত্যেক দিনই নিজের ছাপ ছাড়ছেন ফওয়াদ। এর আগে জাকার্তাতে অনুষ্ঠিত ২০১৮ এশিয়ান গেমসে দুটো পদক জিতেছিলেন মির্জা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।