বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: শুরুতে খিঁচিয়ে কথা বললেন শার্দুলের সঙ্গে, তিন উইকেট পাওয়ার পরে তাঁকে জাদুকর তকমা রোহিতের- ভিডিয়ো
পরবর্তী খবর
IND vs NZ: শুরুতে খিঁচিয়ে কথা বললেন শার্দুলের সঙ্গে, তিন উইকেট পাওয়ার পরে তাঁকে জাদুকর তকমা রোহিতের- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 25 Jan 2023, 12:08 PM ISTTania Roy
২৬তম ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নেওয়ার পরেও, ওই ওভারের শেষে অধিনায়ক রোহিত শর্মার কাছে বকুনি খান শার্দুল ঠাকুর। আসলে শার্দুলের সেই ওভারের শেষ দুই বলে পরপর দু'টি চার মারে ডেভন কনওয়ে। শর্ট বল করেই মার খান শার্দুল। আর এতেই রেগে যান রোহিত শর্মা।
রোহিতের কাছে জোর বকুনি খান শার্দুল।
ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে জোর বকুনি খেয়েছেন শার্দুল ঠাকুর। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচেই রোহিতের রোষানলে পড়েন শার্দুল। তবে ম্যাচেই তিনি সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন। ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। তার পরেও কিন্তু বকুনি খেয়েছেন শার্দুল।
২৬তম ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নেওয়ার পরেও, ওই ওভারের শেষে অধিনায়ক রোহিত শর্মার কাছে বকুনি খান শার্দুল ঠাকুর। আসলে শার্দুলের সেই ওভারের শেষ দুই বলে পরপর দু'টি চার মারে ডেভন কনওয়ে। শর্ট বল করেই মার খান শার্দুল। আর এতেই রেগে যান রোহিত শর্মা। তিনি শার্দুলের কাছে এসে তাঁকে জোর বকা দেন এবং শর্ট বল করতে বারণ করেন।
পরের ওভারেও উইকেট নেন শার্দুল
২৬তম ওভারের প্রথম দুই বলে শার্দুল ফিরিয়েছিলেন ড্যারেল মিচেল এবং টম লাথামকে। ফের ২৮তম ওভারে ববল করতে এসে শার্দুল আউট করেন গ্লেন ফিলিপসকে। গ্লেন ফিলিপস তাঁকে বড় শট মারার চেষ্টা করলেও, সাফল্য পাননি। বল উপরে উঠে যায়। বিরাট কোহলি তাঁর সহজ ক্যাচ ধরেন।
ম্যাচের পরে অবশ্য শার্দুলের প্রশংসা করেন রোহিত
ইন্দোরে শার্দুল ৬ ওভার বল করে ৪৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ম্যাচের সেরা হন তিনি। ম্যাচের পরে রোহিত শার্দুলের প্রশংসা করে বলেন, ‘আমরা নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে চেয়েছিলাম। স্নায়ুর চাপ সামলাতে পারা গুরুত্বপূর্ণ হয় কখনও কখনও। শার্দুল ঠাকুর অনেক সময়ই সেটা করে দেখিয়েছে। তাই অনেকেই ওকে জাদুকর বলে।’
এ দিন টস হেরে প্রথমে ব্যাট করে শুভমন গিল এবং রোহিত শর্মার ঝড়ে ভারতের বড় রান তোলার জমিটা শক্ত হয়। শুভমন ৭৮ বলে ১১২ রান করেন। আর রোহিতের সংগ্রহ ৮৫ বলে ১০১ রান। এ ছাড়া ৩৮ বলে ৫৪ করেন হার্দিক পাণ্ডিয়া। বিরাট কোহলি ৩৬ রান করেন। ভারত ৯ উইকেটে ৩৮৫ রান করে। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং ব্লেয়ার টিকনার ৩টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।