Sports News Live Update and Live Score: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ভারত-পাক মহারণ সম্মোহিত করে ক্রিকেটপ্রেমীদের। তার আগে এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দাপুটে জয় তুলে নেয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
দাপুটে বোলিং ভারতের। ছবি- বিসিসিআই টুইটার
শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ড। ওদিকে ইন্ডিয়ান সুপার লিগও চলছে রমরমিয়ে। ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ লিগের খেলা শেষ হয়েছে ইতিমধ্যেই। তবে রবিবার সবার নজর থাকবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ভারত-পাক মহারণে। সারা দিনের যাবতীয় খেলার খবরের আপডেটে চোখ রাখুন।
23 Oct 2022, 05:47 PM IST
শেষ বলে রুদ্ধশ্বাস জয় ভারতের
পাকিস্তানের ৮ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ম্যাচের একেবারে শেষ বলে জয় তুলে নেয়। ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। কোহলি ৫৩ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া করেন ৪০ রান। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বিরাট। বিস্তারিত পড়ুন:-IND vs PAK Live: অবিশ্বাস্য ম্যাচ! কিং কোহলির ব্যাটে রুদ্ধশ্বাস জয় ভারতের
23 Oct 2022, 04:29 PM IST
১০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৫
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৫ রান। জিততে হলে শেষ ১০ ওভারে ১১৫ রান তুলতে হবে ভারতকে। ক্রিজে অপরাজিত রয়েছেন কোহলি ও হার্জিক। আউট হয়েছেন রোহিত, রাহুল, সূর্যকুমার ও অক্ষর প্যাটেল।
23 Oct 2022, 03:41 PM IST
দেড়শো টপটে থামল পাকিস্তান
নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করে। সুতরাং জয়ের জন্য ভারতের দরকার ১৬০ রান। শান মাসুদ ৫২ ও ইফতিকার আহমেদ ৫১ রান করেন। ৩টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া।
23 Oct 2022, 03:11 PM IST
১৫ ওভারে ১০০ পাকিস্তানের
ইনিংসের ১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় পাকিস্তান। ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১০৬ রান। শান মাসুদ ৩৬ রানে ব্যাট করছেন।
23 Oct 2022, 02:16 PM IST
পাওয়ার প্লে-তেই জোড়া সাফল্য ভারতের
পাওয়ার প্লে-তেই পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেয় ভারত। দু'টি উইকেটই দখল করেন অর্শদীপ সিং। ৬ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৩২ রান।
23 Oct 2022, 01:35 PM IST
শুরুতে ব্যাট করছে পাকিস্তান
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করছে পাকিস্তান। ভারত এই ম্যাচে চাহালের বদলে মাঠে নামায় অশ্বিনকে। পন্তকে টপকে কিপিং করছেন কার্তিক। সুযোগ পাননি হার্ষাল প্যাটেল। ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
23 Oct 2022, 12:29 PM IST
দাপুটে জয় শ্রীলঙ্কার
প্রথম রাউন্ডের শুরুতেই নমিবিয়ার কাছে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছিল শ্রীলঙ্কাকে। তবে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে তারা আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে। আইরিশদের ৮ উইকেটে ১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে দ্বীপরাষ্ট্র। কুশল মেন্ডিস ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে ৬৮ রান করে নট-আউট থাকেন। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। চরিথ আসালঙ্কা ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
23 Oct 2022, 12:18 PM IST
হাফ-সেঞ্চুরি মেন্ডিসের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কুশল মেন্ডিস। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১০০ রান। মেন্ডিস ৫৩ ও আসালঙ্কা ১৪ রানে ব্যাট করছেন।
23 Oct 2022, 12:04 PM IST
১০ ওভারে শ্রীলঙ্কার দরকার ৫৪ রান
৮.২ ওভারে ডেলানির বলে আউট হন ডি'সিলভা। তিনি ২৫ বলে ৩১ রান করেন। শ্রীলঙ্কা ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৫ রান সংগ্রহ করে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৫৪ রান। ৩৮ রানে ব্যাট করছেন কুশল মেন্ডিস।
23 Oct 2022, 11:45 AM IST
পাওয়ার প্লে-তে ৫০ শ্রীলঙ্কার
পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৫০ রান। ধনঞ্জয়া ডি'সিলভা ২০ বলে ২৮ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। কুশল মেন্ডিস ১৬ বলে ২২ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
23 Oct 2022, 11:14 AM IST
আয়ারল্যান্ডকে সস্তায় বাঁধল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৮ রান সংগ্রহ করে। পল স্টার্লিং ৩৪ ও হ্যারি টেকটর ৪৫ রান করেন। ২টি করে উইকেট নেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। সুতরাং, জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ১২৯ রান।
23 Oct 2022, 10:43 AM IST
১০০ ছুঁল আয়ারল্যান্ড
১৫ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১০০ রান। হ্যারি টেকটর ৩৩ বলে ৪০ রান করেছেন। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১১ রানে অপরাজিত রয়েছেন জর্ড ডকরেল।
23 Oct 2022, 10:22 AM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। আয়ারল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ৬০ রান সংগ্রহ করেছে। পল স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করে ডি'সিলভার বলে আউট হয়েছেন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ক্যাম্ফারকে ফেরান করুণারত্নে। তিনি ২ রান করেন। ১১ রানে ব্যাট করছেন হ্যারি টেকটর।
23 Oct 2022, 10:05 AM IST
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ২ উইকেটে ৪০ রান। পল স্টার্লিং ১৭ বলে ২৬ রান করেছে। ১০ রান করে আউট হয়েছেন টাকার। তাঁর উইকেটটি নিয়েছেন থিকসানা।
23 Oct 2022, 09:40 AM IST
শুরুতেই সাফল্য শ্রীলঙ্কার
১.১ ওভারে লাহিরু কুমারার বলে স্কুপ শট খেলতে গিয়ে বোল্ড হন অ্যান্ডি বলবির্নি। ৫ বলে ১ রান করেন তিনি। আয়ারল্যান্ড ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লরকান টাকার।
23 Oct 2022, 09:15 AM IST
আয়ারল্যান্ডের প্রথম একাদশ
পল স্টার্লিং, অ্যান্ডি বলবির্নি (ক্যাপ্টেন), লরকান টাকার (উইকেটকিপার), হ্যারি টেকটর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি ও জোশ লিটল।