বালুরঘাটে দশমীতে শোভাযাত্রার আয়োজন করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দশমীর সেই শোভাযাত্রা ঘিরে রাজনৈতিক অশান্তি বালুরঘাটে। অভিযোগ, বিজেপির অনুমতি নেওয়া জায়গাতেই দলীয় পতাকা ও ব্যানার লাগিয়েছে তৃণমূল। এ ঘটনা ঘিরে সোমবার দুপুরে তীব্র উত্তেজনা ছড়াল থানা মোড় সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন: দেশপ্রিয় পার্কে শঙ্খধ্বনিতে নতুন রেকর্ড, নাম উঠল এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
বিজেপির দাবি, এ বছর দশমীতে সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শহরে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে থানা মোড়ের কাছেই মঞ্চ তৈরি করার পরিকল্পনা ছিল। সোমবার মঞ্চ তৈরির কাজ শুরু করতে গিয়েই বিজেপি কর্মীরা দেখেন, জায়গাটি তৃণমূলের পতাকা ও ফ্লেক্সে ঢাকা পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্ত ও যুব মোর্চার টাউন সভাপতি বাবুসোনা অধিকারী। তাঁরা সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানান।
বিজেপির বক্তব্য, অনুমতি আগেই নেওয়া হয়েছে। তাই প্রশাসনের অনুমতিপ্রাপ্ত মঞ্চের জায়গায় অন্য দলের ব্যানার টাঙানো সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে টাউন সভাপতি সমীরপ্রসাদ দত্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পুলিশ ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি কর্মীরা নিজেরাই উপযুক্ত ব্যবস্থা নেবে।
অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, ওই এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দশমীতে হেল্প ডেস্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তার জন্য মঞ্চ তৈরির অনুমতি নেওয়া হয়েছে থানার আইসির কাছ থেকে। তাই বিজেপির অভিযোগের ভিত্তি নেই বলেই দাবি শাসকদলের। একই জায়গায় দুটি রাজনৈতিক দলের অনুমতি ও দাবি ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসন যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি, তবে পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার দিকে নজর রাখা হচ্ছে।
পুজোর আবহে রাজনৈতিক দ্বন্দ্বে বালুরঘাটের সাধারণ মানুষও স্পষ্ট বিভক্ত। একপক্ষ বলছে, রাজনৈতিক দলগুলির সংঘর্ষে উৎসবের আনন্দ মাটি হচ্ছে, অপরপক্ষের দাবি, দোষ পুরোপুরি প্রতিপক্ষের। তবে দু’দলই নিজেদের অবস্থানে অনড় থাকায় শোভাযাত্রার আগে এলাকায় উত্তেজনার পারদ আরও বাড়ছে।