অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং চলচ্চিত্র নির্মাতা ফারহা খানের মধ্যে ঝামেলার খবর ক্রমশ জোরদার হচ্ছে। একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে যে, এই জুটি ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করেছেন, যা তাঁদের মধ্যে মনোমালিন্যের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে, ফারহা এই আলোচনাকে হালকাভাবে নিচ্ছেন না এবং রেকর্ডটি সংশোধন করার জন্য প্রতিক্রিয়া জানিয়েছেন।
অসংখ্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী স্ক্রিনশট শেয়ার করতে শুরু করেছেন যে, ফারহা এবং দীপিকা ইনস্টাগ্রামে একে-অপরকে আনফলো করেছেন, এমনকী কেউ কেউ দাবি করেছেন যে, রণবীর সিংও ফারহাকে আনফলো করেছেন। এর ফলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে যে দুজনের মধ্যে ফাটল রয়েছে, কেউ কেউ দাবি করেছেন যে দীপিকার আট ঘন্টা কাজের দাবি নিয়ে ফারহা সমালোচনা করার পরে এটি ঘটেছে।
এদিকে ফারহা তাঁর ও দিপীকার মধ্যে ‘ফাটল’ নিয়ে এমনই একটি পোস্ট দেখেছিলেন এবং রেকর্ডটি সংশোধন করার জন্য মন্তব্য করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা এমন লোকদের তীব্র সমালোচনা করেছিলেন যারা এই ধরণের গল্প ছড়াচ্ছেন। গুঞ্জনের প্রতিক্রিয়ায় ফারহা মন্তব্য করেছিলেন, ‘এসব কী ভুলভাল লেখেন আপনারা। দয়া করে কিছু কাজ করুন।’

দীপিকার সঙ্গে ফারহার সম্পর্ক বরাবরই বেশ ঘনিষ্ঠ। তিনি চলচ্চিত্র নির্মাতা ফারহা খানের ওম শান্তি ওম ছবি দিয়েই বলিউড কেরিয়ার শুরু করেছিলেন, যেখানে অভিনেতা শাহরুখ খানও ছিলেন। তাঁরা এরপর একসঙ্গে কাজ করেছিলেন হ্যাপি নিউ ইয়ার সিনেমায়, যেখানে শাহরুখও ছিলেন এবং এটি দুর্দান্ত সাফল্য পেয়েছিল।
দিনে ৮ ঘন্টা কাজের দাবি সম্পর্কে ফারহা কী বলেছিলেন?
সাম্প্রতিক সময়ে, দীপিকা ৮ ঘন্টা কাজের শিফটের দাবিতে সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘স্পিরিট’ থেকে বেরিয়ে আসেন। এমনকী তিনি কল্কি ২ থেকেও সরে এসেছেন। আর সেই সময়ই ফারহাকে তাঁর ভ্লগে আট ঘন্টা কাজের শিফটের দাবি নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছ। ফারহা যখন রাধিকা মদনের বাড়িতে গিয়েছিলেন, তখন তাঁরা অভিনেত্রীর মেরি আশিকি তুমসে হে-এর প্রথম অডিশন সম্পর্কে কথা বলেছিলেন। ফারহা জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনার ৮ ঘন্টার শিফট ছিল না, আমি অনুমান করছি?’ তাতে রাধিকার জবাব ছিল, ‘কখনো ৪৮ ঘণ্টা টানা, কখনো আবার ৫৬ ঘণ্টা টানা।’ সেই সময় ফারহাও ইঙ্গিত দেন যে, তিনিও ৮ ঘন্টার কাজের শিফটকে সমর্থন করেন না এবং বলেন, ‘এভাবেই তো সোনা হয়’!
এখানেই শেষ নয়, একটি ভ্লগে ফারহার রাঁধুনি দিলীপকে জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে, ‘দীপিকা পাড়ুকোন ম্যাম কব আয়েঙ্গি হামারে শো মে (দীপিকা ম্যাম আমাদের শোতে কখন আসবেন)?’ এর জবাবে ফারাহ রসিকতা করে বলেন, ‘যেদিন তুই তোর গ্রামে যাবি’। এরপর ফের কটাক্ষ করে বলেন, ‘দীপিকা পাড়ুকোন এখন দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করেন। ওঁর আমাদের এই শো-তে আসার সময় হবে না’! যদিও দীপিকা ফারহার তরফ থেকে আসা এই ধরনের কটাক্ষে কোনো জবাব দেননি এখনো অবধি।