ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা অফিসিয়ালি ডিভোর্স নিয়েছেন চলতি বছরেই। আর দুজনের সম্পর্ক যেহেতু তিক্ততা দিয়ে শেষ হয়েছে, তাই দুজনে বারংবার শিরোনামে উঠে এসেছেন। আর এখন ধনশ্রী দাবি করেছেন যে, চাহালনাকি বিয়ের মাত্র দু মাসের ভিতরে তাঁকে ঠকিয়েছেন।
বর্তমানে, ধনশ্রীকে ‘রাইজ অ্যান্ড ফল’ নামের একটি রিয়েলিটি শো-তে দেখা যাচ্ছে। অনুষ্ঠানের একটি অংশে, ধনশ্রীকে জলখাবার খাওয়ার সময় ডাইনিং টেবিলে অভিনেত্রী কুবরা সাইতের সঙ্গে তাঁর বৈবাহিক জীবনের অশন্তি নিয়ে কথা বলতে দেখা যায়। তাঁদের কথোপকথনের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আর এই সময় কুবরা প্রশ্ন করেন ধনশ্রীকে, তিনি প্রথম কখন বুঝতে পেরেছিলেন যে, চাহালের সঙ্গে তাঁর বিয়ে টিকবে না? কুবরার প্রশ্ন ছিল, ‘তুমি কখন বুঝতে পেরেছিলেন যে এই সম্পর্ক টিকবে না? এবং একটা ভুল হয়ে গিয়েছে?’ এর উত্তরে ধনশ্রী জানান, ‘প্রথম বছরেই। দ্বিতীয় মাসেই ওকে ধরে ফেলেছিলাম।’
শো-তে এর আগে ধনশ্রী প্রকাশ করেছেন যে ভরণপোষণ নিয়ে যে কথা রটেছে, তা আসলে মিথ্যা ছিল। তিনি আদিত্য নারায়ণকে বলেছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে, প্রায় এক বছর হয়ে গিয়েছে। এটি দ্রুত ঘটেছিল কারণ এটি মিউচুয়াল ছিল, তাই যখন লোকেরা ভরণপোষণ বলে, তখন এটি ভুল। আমি কিছু বলছি না বলেই, যার যা মনে আসছে বলতে থাকবে? আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন যে, আমার কাছে যাদের দাম আছে, তাঁদের কাছেই নিজের ন্যায্যতা প্রমাণ করি। যারা তোমাকে চেনে না-জানে না, তাঁদের কাছে নিজেকে প্রমাণ করার কী দরকার?’
২০২০ সালের ডিসেম্বর মাসে গুরগাঁওয়ে চাহালের সঙ্গে ধনশ্রীর বিয়ে হয়। কোভিড-১৯ মহামারীর সময় দুজনের দেখা হয়েছিল, যখন চাহাল ধনশ্রীর কাছে নাচের প্রশিক্ষণ নিচ্ছিলেন। রিপোর্ট অনুসারে, ২০২২ সালের জুনে তারা আলাদা হয়ে যান। ৫ ফেব্রুয়ারি, তারা পারিবারিক আদালতে মিউচুয়ালি বিবাহবিচ্ছেদের জন্য যৌথ আবেদন দায়ের করেন। চলতি বছরে, অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে তাদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর হয়।