বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Ganguly: দ্বিতীয় সন্তান আসতে না আসতেই স্যালোঁ ছুটলেন শুভশ্রী! শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে নাকি
পরবর্তী খবর
Subhashree Ganguly: দ্বিতীয় সন্তান আসতে না আসতেই স্যালোঁ ছুটলেন শুভশ্রী! শীঘ্রই নতুন প্রজেক্টে দেখা যাবে নাকি
1 মিনিটে পড়ুন Updated: 15 Dec 2023, 02:05 PM ISTSubhasmita Kanji
Subhashree Ganguly: মাত্র কয়েকদিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। তারপরই তাঁকে স্যালোঁ যেতে দেখা গেল। বদলে ফেললেন হেয়ারস্টাইল।
দ্বিতীয় সন্তান আসতে না আসতেই স্যালোঁ ছুটলেন শুভশ্রী!
মাত্র কয়েকদিন আগেই রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘরে দ্বিতীয় সন্তান এসেছে। ইয়ালিনি, ইউভানকে নিয়ে এখন ভরা সংসার তাঁদের। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর পর মোটেই বিশ্রাম নেননি অভিনেত্রী। ইয়ালিনির জন্মের পরই তাঁকে যেমন সিনেমা দেখতে যেতে দেখা যাচ্ছে, তেমনই বাদ যাচ্ছেন না নিজের দিকে খেয়াল রাখতে। মেয়ে হওয়ার পরু রূপচর্চায় মন দিলেন অভিনেত্রী। গেলেন স্যালোঁ।
হেয়ারস্টাইল বদলাতে স্যালোঁতে শুভশ্রী
শুক্রবার সকালেই স্যালোঁ যেতে দেখা গেল শুভশ্রীকে। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি পোস্ট করে সেই মুহূর্তগুলো তাঁকে ভাগ করে নিতে দেখা যায়। অভিনেত্রীকে এদিন সাদা কালো প্রিন্টের একটি শার্ট পরে স্যালোঁ যেতে দেখা যায়। তারপর তাঁকে চুল কাটার মুহূর্তের বুমেরাং তৈরি করে পোস্ট করেন। বাদ দেন না হেয়ার কালার করে সেটার ছবি দিতেও। অর্থাৎ সংসারে নতুন সদস্য আসার পরই অভিনেত্রী যে তাঁর লুকস থেকে হেয়ারস্টাইল বদলে ফেললেন সেটা স্পষ্ট।
প্রসঙ্গত অভিনেত্রী যে ইতিমধ্যেই নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছেন সেটার ইঙ্গিত দিয়েছেন। কিছুদিন আগেই ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেছিলেন। কিন্তু কোন ছবিতে তাঁকে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। তবে তাঁর দ্বিতীয় সন্তান আসার আগে ভক্তদের অনুপ্রেরণা জুগিয়ে অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করেছেন তিনি। করে গিয়েছেন কাজ, শুটিং, ব্যায়াম সহ সবটাই।