চলতি বছরই মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘গৃহপ্রবেশ’। এরপরেই সারা দেশজুড়ে মুক্তি পায় ‘ধূমকেতু’। রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির ঘোষণাও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই সবকিছুর মধ্যেই এবার অন্যরকম একটি চমক দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বড় পর্দার অভিনেত্রী শুভশ্রী ২০২৩ সালে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের হাত ধরে ডিজিটাল প্লাটফর্মে পদার্পণ করেন। কল্লোল লাহিড়ীর বাংলা উপন্যাসের ভিত্তি করে তৈরি হওয়া এই সিরিজটি এক কথায় শুভশ্রীকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার শিখরে। উপন্যাসের পাতার একটি চরিত্রকে তিনি যেভাবে তুলে ধরেছিলেন, তা সত্যি প্রশংসনীয়।
আরও পড়ুন: বন্ধু ঋতুর জন্মদিনে আবেগপ্রবণ প্রসেনজিৎ, পরিচালকের স্মরণে কী বললেন রাম কমল?
আরও পড়ুন: 'খুব হিংসে হয়েছিল...', কোন সিনেমায় অভিনয় না করার আক্ষেপ রয়েছে দেবের?
‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের অসাধারণ সাফল্যের ২ বছরের মধ্যে আবার হইচইয়ের পর্দায় ফিরতে চলেছেন শুভশ্রী। ‘অনুসন্ধান’ সিরিজের হাত ধরে আবারও ডিজিটাল প্ল্যাটফর্ম কাঁপাতে চলেছেন লেডি সুপারস্টার।
অদিতি রায় পরিচালিত এই সিরিজে গোটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে শুভশ্রীকে। এই লড়াইয়ে সে সঙ্গে পাবে কাকে? নাকি একাই লড়তে হবে? সিরিজের কিছু ঝলক প্রকাশ্যে এলেও মুক্তির তারিখ এখনও প্রকাশ্যে আসেনি।
এই সিরিজে একজন মহিলা সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী। জেলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন একের পর এক মহিলা বন্দি, কি করে এটা সম্ভব এই খোঁজ করতেই অনুসন্ধান শুরু করেন শুভশ্রী।
সিরিজের যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, নো মেকআপ লুকে শুভশ্রীর চোখে মুখে রয়েছে আঘাতের চরিত্র। একটি পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে শুভশ্রীর এই লড়াইয়ের গল্প নিয়েই তৈরি ‘অনুসন্ধান’।
তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অনুসন্ধান ছাড়াও আরও একগুচ্ছ ওয়েব সিরিজ আসতে চলেছে হইচই এর পর্দায়। আগামী দুর্গাপুজোর ছুটিতে দর্শকদের মন ভালো করতে একের পর এক ওয়েব সিরিজ মুক্তি পাবে এই বাংলা ডিজিটাল প্লাটফর্মে। তালিকায় রয়েছে কোন কোন সিরিজের নাম?
বহু অপেক্ষার পর অবশেষে আসতে চলেছে ‘ইন্দু ৩’। প্রথম দুই পর্বের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই তৃতীয় পর্বের জন্য। এবার এই শেষ পর্বে হতে চলেছে সমস্ত রহস্যের সমাধান। এছাড়া হইচই আনতে চলেছে একটি ভয়ঙ্কর ভূতের গল্প ‘নিশির ডাক’। আপনিও যদি ভুতুড়ে গল্প দেখতে ভালোবাসেন তাহলে এই সিরিজটি তৈরি হয়েছে আপনারই জন্য।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সৌ্মিতৃষা কুন্ডু অভিনীত ‘কালরাত্রি’ ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পেতে চলেছে আগামীদিনে। সিরিজের শেষ পর্বে হবে সমস্ত রহস্যের সমাধান। মুক্তি পেতে চলেছে সোহিনী সরকার এবং ঋতাভরী চক্রবর্তী অভিনীত ‘কর্ম কর্ম’। পরিচালক প্রীতম ডি গুপ্ত এই সিরিজের হাত ধরে প্রথম হইচইতে পদার্পণ করতে চলেছেন। সবশেষে এই তালিকায় রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়ের নামও। সৃজিতের হাত ধরে ফেলুদা করবে রহস্যের সমাধান।