হৃতিক রোশন অভিনীত ‘ক্রিশ’ হল বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, ভারতীয় সুপার হিরোর দুনিয়ায় সেরা হিসেবে ধরা হয়। ২০২১ সালেই কৃশ ৪ আসার ঘোষণা করা হয়েছিল। তবে তারপর থেকে নির্মাতার পুরোপুরি চুপ করে যান। অস্থির হয়ে পড়েছিলেন দর্শকরাও। এখন, সিদ্ধার্থ আনন্দের একটি সাম্প্রতিক টুইট নিশ্চিত করল যে ক্রিশ ৪ সত্যিই আসছে।
আসছে কৃশ ৪:
চলচ্চিত্র নির্মাতা সম্প্রতি একটি টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা শিলমোহর দিল কৃশ ৪ নিয়ে। একটি টুইটে কৃশের ছবি দিয়ে লেখা হয়েছিল, ‘সে আসছে... #Krrish4’। আর এই টুইটে প্রতিক্রিয়া জানিয়ে সিদ্ধার্থের জবাব, ‘হ্যাঁ! সে..’
এর আগে মিড ডে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, হৃতিক রোশন তাঁর চলচ্চিত্র নির্মাতা বাবা রাকেশ রোশনের সঙ্গে এই গ্রীষ্মেই আনছেন বড় চমক। ঘনিষ্ঠ একটি সূত্র পোর্টালকে জানিয়েছিল যে, অভিনেতা বর্তমানে ওয়ার ২-এর চিত্রগ্রহণে ব্যস্ত। আর তা শেষ হলেই তিনি তাঁর বাবা আর টিমের সঙ্গে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনায় বসবেন।
আরও পড়ুন: মা মেনে নেয়নি প্রেমিককে, চুপিচুপি বিয়ে করেছেন অহনা-দীপঙ্কর? মুখ খুললেন অনুরাগের ছোঁয়া-র মিশকা
কবে থেকে শুরু হবে কৃশ ৪-এর কাজ:
‘এই পুরো গরমকাল জুড়েই হৃতিক ঠিক করেছে ব্রেনস্টর্মিং সেশন চলবে। রাকেশ এবং তিনি দুজনেই এমন একটি গল্প দর্শকদের উপহারদিতে চান, যা সব প্রত্যাশা ছাড়িয়ে যাবে’। নির্মাতারা ঠিক করেছেন, ২০২৪ সালের মধ্যেই সব ঠিক করে ফেলা হবে। আর ২০২৫ সাল থেকে শুরু হবে শ্যুটিং।
আরও পড়ুন: আর দেখা যাবে না দাদাগিরি, শেষ হল সৌরভের সঞ্চালনার সফর! কবে গ্র্যান্ড ফিনালে, জানুন তারিখ
এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ছিল হৃতিক রোশন এবং প্রীতি জিনতা অভিনীত ২০০৩ সালের ছবি 'কোই মিল গ্যয়া'। যেটির পরের পার্ট আসে ২০০৬ সালে, কৃশ হিসেবে। অভিনয় করেছিলেন হৃতিক রোশন প্রিয়াঙ্কা চোপড়া। তৃতীয় ছবি, 'কৃশ ৩'-এ হৃতিকের বিপরীতে ছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই সিনেমাটি মুক্তি পায় ২০১৩ সালে।
আরও পড়ুন: ‘মারা যায়নি কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার’, জানাল মার্কিন পুলিশ, হতাশ সিধু মুসেওয়ালার ভক্তরা
গত বছর, ইন্ডিয়া টুডে-র সঙ্গে একটি সাক্ষাৎকারে, রাকেশ রোশন ভাগ করেছিলেন যে, এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সিনেমা হবে কৃশ ৪। তবে যেভাবে বক্স অফিসে ব্যর্থ হচ্ছে একের পর এক সিনেমা, তা নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।