সাহেব ভট্টাচার্যকে বর্তমানে কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে। যদিও টিআরপিতে বিশেষ হালে পানি পাচ্ছে না এই মেগা। কিন্তু সে যাই হোক, দর্শকদের কিন্তু দারুণ মনে ধরেছে সাহেব এবং সুস্মিতা দের জুটিকে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তাঁরা নাকি চুটিয়ে প্রেম করছেন। যদিও নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেন এই দুই তারকা। আর তার মাঝেই শোনা গেল এবার নাকি অভিনেতা অন্য এক অভিনেত্রীকে মন দিয়েছেন। ব্যাপারটা কী?
আরও পড়ুন: LOC-র কাছে কাশ্মীরের এই পাসটা এক বলি অভিনেত্রীর নামে, দেশের জন্য কী করেছিলেন সেই সুপারস্টার?
আরও পড়ুন: বিদেশের রাজপথে হাঁটতে হাঁটতেই ম্রুণালের নাচের ক্লাস নিলেন মৌনি! কোন ভাইরাল বাংলা গানে নাচলেন দুজনে?
কী ঘটেছে?
অনুষা বিশ্বনাথনকে নাকি মন দিয়েছেন সাহেব ভট্টাচার্য তাও আবার একটি রহস্য রোমাঞ্চে ঘেরা পরিস্থিতিতে! ভাবছেন ব্যাপারটা কী? আসলে টলিউড শীঘ্রই একটি নতুন অনস্ক্রিন জুটি পাচ্ছে। একটি রহস্য রোমাঞ্চে ঠাসা ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অনুষা এবং সাহেব। তাঁদের এই ছবিটি বড় পর্দায় নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মে আসবে।
সদ্যই ওটিটির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে একটি নতুন অ্যাপ, নাম দরশু। সেখানেই দেখা যাবে সাহেব এবং অনুষার এই সিনেমাটি যার নাম ডিভাইন জাস্টিস। তাঁদের এই ছবিটির পরিচালনা করবেন রাজীব চৌধুরী।
এই নতুন সিনেমায় অনুষা বিশ্বনাথন এবং সাহেব ভট্টাচার্যর জুটির নাম অনিন্দ্য এবং রাধিকা। গল্পে দেখা যাবে তাঁরা একই বিল্ডিংয়ে থাকেন, তাঁদের মধ্যে সম্পর্কও বেশ ভালো। কিন্তু একদিন আচমকাই একটি দুর্ঘটনা ঘটে যায় এবং সেটার হাত ধরে বদলে যায় সব। পাল্টে যায় রাধিকা এবং অনিন্দ্যর সম্পর্কের রসায়ন। কিন্তু কী ঘটবে সেদিন সেটা এই ডিভাইন জাস্টিস দেখলেই বোঝা যাবে।
আরও পড়ুন: পিরিয়ডের আগে ভয়ঙ্কর পেট ব্যথা? মাসের বিশেষ দিনগুলোয় নিজেকে ভালো রাখতে কী টিপস ইমনের?
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
তবে কি শেষ হচ্ছে কথা? কারণ সাহেব ভট্টাচার্যকে বর্তমানে এখনও কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে এভির চরিত্রে। তাঁর বিপরীতে আছেন সুস্মিতা দে। না, এমন কোনও ঘোষণা এখনও শোনা যায়নি। বরং টিআরপি বাড়াতে গল্পে এসেছে নতুন চমক। অন্যদিকে অনুষাকে দর্শকরা শেষবার দেখেছেন জল থইথই ভালোবাসা ধারাবাহিকে।