১৯৯৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায়। সেই সময় রীতিমত হইচই পড়ে যায় এই খবরে। রটে যায় যে তাঁরা নাকি পালিয়ে বিয়ে করেছেন। এদিন আসল সত্য প্রকাশ্যে আনলেন ডোনা। কী জানালেন সৌরভ-পত্নী?
আরও পড়ুন: কার্ল মার্ক্স - লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
বিয়ে নিয়ে কী জানালেন ডোনা?
এদিন দ্য ওয়ালকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রচলিত ভ্রম ভেঙে ডোনা বলেন, 'না, আমরা ঠিক বাড়ি থেকে পালাইনি।' তাঁকে যখন জিজ্ঞেস করা হয় যে তাঁরা কি বাড়ির উপর চাপ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন? জবাবে সৌরভ-পত্নী বলেন, 'না না সেরকম ছিল না। আসলে অনেকদিনের ব্যাপার ঠিক মনে নেই। আমার যতদূর মনে আছে যে আমরা ভেবেছিলাম রেজিস্ট্রি করে রাখব। তারপর যখন বলার সময় হবে বলব। কিন্তু তার আগে বিষয়টা মিডিয়ায় বেরিয়ে যায়, সবাই জেনে যায়। এখন মনে হয় ভালোই হয়েছিল। সবাই জেনে গিয়ে আমাদের বিয়ে দিয়েছিল, আমরা আনন্দেই আছি।'
ডোনা এদিন আরও বলেন, 'আমাদের উপকার করেছিল মিডিয়া। আমাদের বলতে হয়নি। আমাদের বলতে হলে চিন্তা করতে হতো যে কীভাবে বলব, না বলব।' সৌরভের প্রশংসায় এদিন তিনি দ্য ওয়ালকে বলেন, 'খুব কেয়ারিং, ভালো। সময় খুব কম পায়। কিন্তু তার ভিতরেও সবাইকে দেখার চেষ্টা করে। সানাকে তো বেশি দেখে। সবার কথা চিন্তা করে।'
প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা ছোটবেলার বন্ধু। সেখান থেকেই প্রেম। ১৯৯৭ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি মেয়ে সানা। ডোনা এদিন জানান তাঁর বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির ঠিকানাও এক।
আরও পড়ুন: রেইড ২ যেন অশ্বমেধের ঘোড়া! ১৫০ কোটির দোরগোড়ায় অজয়ের ছবি, ১৭ তম দিনের আয় কত?