রেইড ছবিটি যেন বক্স অফিসে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছে। তৃতীয় সপ্তাহে প্রবেশ করেও যেন ব্যবসার গতি শ্লথ হওয়ার নাম করছে না এই ছবির। ১৭ তম দিনের মাথায় প্রায় ১৫০ কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। তৃতীয় শনিবার কত আয় করল অজয় দেবগনের রেইড ২?
আরও পড়ুন: কার্ল মার্ক্স - লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'
রেইড ২ বক্স অফিস কালেকশন
মুক্তির পর তৃতীয় শনিবার অর্থাৎ ১৭ মে বক্স অফিসে অজয় দেবগন অভিনীত রেইড ২ ছবিটি বক্স অফিসে ৪ কোটি টাকা আয় করেছে। ফলে ১৭ তম দিনের আয়ের পর বর্তমানে এই ছবিটির বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৩৫ লাখ টাকায়। এমনটাই জানানো হয়েছে সচনিল্কের রিপোর্টে।
রেইড ২ ছবিটির মুক্তির পর প্রথম সপ্তাহে বক্স অফিসে ৯৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমেছে। ৪০ কোটি ৬০ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে রেইড ২ ছবির দ্বিতীয় সপ্তাহের আয়। তৃতীয় সপ্তাহের শুক্রবার ছবিটি বক্স অফিসে ৩ কোটি টাকার ব্যবসা করেছে। অনুমান করা হচ্ছে তৃতীয় সপ্তাহের মধ্যেই ১৫০ কোটির গণ্ডি টপকে যাবে অজয় দেবগন অভিনীত এই ছবিটি। এদিনের এই আয়ের সঙ্গেই ছবিটি সিংঘম এগেনের ব্যবসাকে টপকে গেল।
রেইড ২ প্রসঙ্গে
রেইড ২ ছবিটি রাজ কুমার গুপ্তার ২০১৮ সালে মুক্তি ও রেইড ছবিটির সিক্যুয়েল। গত ১ মে মুক্তি পেয়েছে ছবিটি। মুখ্য ভূমিকায় আছেন অজয় দেবগন, রীতেশ দেশমুখ, বাণী কাপুর, প্রমুখ।