স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই সোজা কথা সোজা ভাবে বলতে পছন্দ করেন। তিনি কখনই কোনও বিষয়ে রাখঢাক করে কথা বলেন না। এদিন তিনি প্রশ্ন তুললেন বিয়ের কিছু আচার এবং ডিভোর্স নিয়ে। কী বললেন অভিনেত্রী?
কী বললেন স্বস্তিকা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় জিজ্ঞেস করেন শাস্ত্র মেনে বিয়েতে যখন কন্যাদান হয় তাহলে ডিভোর্সের পর কি শাস্ত্র মেনেই মেয়েকে ফেরত দেওয়া হয়? পুনরায় গোত্র বদলে যায় তাঁর? এই বিষয়ে স্বস্তিকা বলেন, 'কন্যাদান করে দিল, এবার ধরো সেই বিয়েটা টিকল না। সেই কন্যা বাড়ি ফেরত চলে এল। তুমি কি শাস্ত্র মতে ফেরত নিচ্ছ কন্যাকে? তুমি তো আইননত ফেরত দিচ্ছ। তাহলে কি কন্যা ফেরত এল, নাকি তুমি যে দান করে দিয়েছিলে সেই দানটাই রয়ে গেল?'
অভিনেত্রী এদিন আরও প্রশ্ন করেন, 'আমি কি আমার বাপের বাড়ির গোত্র ফেরত পাচ্ছি? কারণ শাস্ত্র মতে তো আমার ফেরত আসা হচ্ছে না।' স্বস্তিকা জানান তাঁর বাবা সন্তু মুখোপাধ্যায় তাঁর এসব প্রশ্নের জবাব দিয়ে না পারলে রেগে যেত। অভিনেত্রীর কথায়, 'তো আমার বাবা একটা সময় একটা সঠিক উত্তর দিতে পারত, বেশির ভাগ সময়ই পারত না, তারপর রেগে যেত আমার উপরে যে তোর মাথায় এই প্রশ্ন কোথা থেকে এসেছে।'
স্বস্তিকা মুখোপাধ্যায়কে দর্শকরা শেষবার দুর্গাপুর জংশন ছবিতে দেখেছেন। সেখানে তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর সঙ্গে এই ছবিতে আছেন বিক্রম চট্টোপাধ্যায়। অরিন্দম ভট্টাচার্য এই ছবির পরিচালনা করেছেন।
আরও পড়ুন : পিয়ার সঙ্গে যে একটা বিষয়ে দারুণ মিল কৌশানির, অথচ সেই 'গুণ'টাই না-পসন্দ নায়িকার হবু শাশুড়ির! কী সেটা?
আরও পড়ুন : কার্ল মার্ক্স-লেনিনের মতো কৃষ্ণকে দেখতে চান নচিকেতা! বললেন, 'আমি বামপন্থী ছিলাম, আজও আছি...'