১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলাদেশের কুমিল্লা জেলার একটা ছোট শহরে কমলাপুরে জন্মগ্রহণ করেন সাবিত্রী। তাঁর বাবা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশনমাস্টার। ১৯৪৭ সালে দেশভাগের সময় কিশোরী বয়সে কলকাতার দিদির বাড়ি টালিগঞ্জে চলে আসেন সাবিত্রী। টালিগঞ্জেই তাঁর বেড়ে ওঠা।
সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন
আজ আরও একটা ২১ ফেব্রুয়ারি। নাহ ভাষা দিবসের কথা বলছি না। আজ উত্তম কুমারের অন্যতম নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্মদিন। আজ বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ৮৭ বছরে পা রাখলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তবে জন্মদিনেও নাকি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না সাবিত্রী। কিন্তু কেন?
এবিষয়ে টিভি9 বাংলাকে সাবিত্রী জানান, বিগত দেড়মাস ধরে তিনি খুবই অসুস্থ। তাঁর শরীর এক্কেবারেই ভালো নেই। তিনি খুবই অসুস্থ। সর্দি, কাশি, সেইসঙ্গে জ্বর রয়েছে। নেবুলাইজারও নিতে হচ্ছে তাঁকে। আর তাই জন্মদিনে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়়িতে আজ কোনও আয়োজনই হচ্ছে না। সাফ জানিয়েছেন, আজ (বুধবার) জন্মদিনে কারোর সঙ্গে দেখাও করছেন না তিনি।
স্বাধীনতার পূর্বে, অখণ্ড ভারতে জন্ম হয়েছিল কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের। সেটা ছিল ১৯৩৭ সালের ২১ ফেব্রুয়ারি। বাংলাদেশের কুমিল্লা জেলার একটা ছোট শহরে কমলাপুরে জন্মগ্রহণ করেন সাবিত্রী। তাঁর বাবা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশনমাস্টার। ১৯৪৭ সালে দেশভাগের সময় কিশোরী বয়সে কলকাতার দিদির বাড়ি টালিগঞ্জে চলে আসেন সাবিত্রী। টালিগঞ্জেই তাঁর বেড়ে ওঠা। আর তাই সেই সময় বাংলা ছবির তারকাদের খুব কাছ থেকেই দেখার সুযোগ পেয়েছিলেন।