কাজের সূত্রে এখন বেশিরভাগ সময় কলকাতার বাইরেই থাকেন রুক্মিণী মৈত্র। মুম্বইয়ে একটি ফ্ল্যাটে নাকি এখন পাকাপাকি থাকেন অভিনেত্রী। সেখানেই নাকি তিনি হিন্দি ছবির ওয়ার্কশপ করছেন। কিন্তু আচমকা একটি খবর শুনে তড়িঘড়ি মুম্বই থেকে বাড়ি ফিরে এলেন তিনি।
১৪ আগস্ট দেব এবং শুভশ্রী ধুমকেতু মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবির সাফল্যের আনন্দে যখন মেতে রয়েছেন দেব, ঠিক তখনই রুক্মিণীর জীবনে নেমে এল শোকের ছায়া। ঠিক কী ঘটেছে অভিনেত্রী জীবনে? কোন অঘটন ঘটে গেল হঠাৎ?
আসলে আচমকাই দাদুকে হারিয়েছেন অভিনেত্রী। দাদুকে হারিয়ে রীতিমতো শোকেস্তব্ধ রুক্মিণী। গত বছরই দাদু এবং দিদার নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন তিনি, সেই মুহূর্ত যে পরিবারের সকলে ভীষণভাবে উপভোগ করছিলেন, সেটা ভিডিয়ো থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ভক্তি কি পারবে দুরত্ব ঘোচাতে? ‘বৃন্দাবন বিলাসিনী’- তে কড়া টক্কর তুলিকা-সুদীপ্তার
আরও পড়ুন: ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা
দাদুর খুব আদরের নাতনি ছিলেন রুক্মিণী। খুব স্বাভাবিকভাবেই দাদুর এইভাবে চলে যাওয়ায় মন খারাপ তাঁর। খবর শুনেই তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন নায়িকা। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর দাদুর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এক মাসের মধ্যে এটি রুক্মিণীর পরিবারের দ্বিতীয় অঘটন। একমাস আগেই নিজের মাসিকে হারিয়েছিলেন তিনি। এবার দাদুকে হারিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য শহরে ফিরে এলেন তিনি।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা, উদ্বিগ্ন গোটা পরিবার
আরও পড়ুন: ধুমকেতু মুক্তির আগে ফের বৈঠকের ডাক নন্দনে, দেব-প্রসেনজিৎ-ঋতুপর্ণার উপস্থিতিতে হবে আলোচনা
প্রসঙ্গত, ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান’ ছবিতে অসাধারণ অভিনয় করার পর আপাতত বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি রুক্মিণী মৈত্রকে। যদিও শুনতে পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই তিনি শেষ করেছেন ‘হাটি হাটি পা পা’ ছবির কাজ। এই সিনেমায় চিরঞ্জিত চক্রবর্তী সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে আপাতত বলিউডের জন্যই হয়তো নিজেকে তৈরি করছেন নায়িকা।
উল্লেখ্য, দেব এবং শুভশ্রীর ‘ধুমকেতু’ ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। বক্স অফিসে রীতিমতো সুনামি নিয়ে এসেছে এই ছবি। দেব এবং শুভশ্রীকে একসঙ্গে দেখে যখন নস্টালজিয়ায় ভাসছেন দর্শকরা, ঠিক তখনই গতকাল বড় মায়ের মন্দিরে শুভশ্রীকে পাশে নিয়েই রুক্মিণীর নামে পুজো দিকে দেখা যায় দেবকে।