বড় হওয়ার সঙ্গে রাহার সৃজনশীলতা প্রকাশ্যে আসছে। মা আলিয়া ভাটের জন্য প্লে-ডো দিয়ে তৈরি ‘সাত-কোর্সের খাবার’ তৈরি করে ফেলেছে।
রণবীর-আলিয়া-রাহা
দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ছোট্ট রণবীর-আলিয়ার আদরের ছোট্ট রাহা। বাড়ছে মায়ের সঙ্গে মেয়ের বন্ধুত্ব। এই কিছুদিন আগেই মা-কে লেন্সবন্দি করে চমকে দিয়েছিল ২ বছর ৪ মাসের রাহা। আর এবার মায়ের জন্য ৭ পদ রান্না করে ফেলল সে।
কী অবাক উঠলেন? ভাবছেন এটা কীভাবে সম্ভব?
আসলে সবটাই ঘটেছে খেলার ছলে। ১৫ এপ্রিল মঙ্গলবার, সে খেলতে খেলতে মা আলিয়া ভাটের জন্য ৭টি পদের খাবার বানিয়ে পরিবেশন করেছে। আর ছোট্ট রাহা এসবই করেছে এটি প্লে-ক্লে দিয়ে তৈরি, কিন্তু আমরা অভিযোগ করব না। রং-বেরঙের প্লাস্টিকের প্লেটে তার মাকে খাবার পরিবেশন করে দিয়েছে আলিয়া কন্যা। সেই ছবি নিজেই ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন আলিয়া ভাট।
শেফ রাহার হাতে পরিবেশিত মধ্যহ্নভোজ
আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে রাহার ৭টি পদ রেঁধে খাবার পরিবেশন করার একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন। যেখানে প্রায় আড়াই বছর বয়সী শিশুটি গোলাপী, সাদা, সবুজ রঙা খেলনা মাটির মিশ্রণ দিয়ে খাবার বানিয়েছেন। আর সেটা বহু রঙের প্লাস্টিকের প্লেটে ডাইনিং টেবিল সাজিয়ে দিয়েছেন। আলিয়া ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় শেফের কাছ থেকে ভালোবাসা সহ আমার ৭ পদের খাবার।’