সম্প্রতি পরিবারের সকলের সঙ্গে ইস্টার উদযাপন করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সঙ্গে ছিল ছোট্ট মালতী। কাকিমা ড্যানিয়েল জোনাসের সঙ্গে মালতীর একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। ছবিটি পোস্ট করে একটি বিশেষ ক্যাপশন দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী।
প্রিয়াঙ্কা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, কাকিমা ড্যানিয়েল জোনাস হাঁটু গেড়ে বসে রয়েছেন, তাঁর হাতে কিছু একটা রয়েছে যা খুব কাছ থেকে দেখছে মালতী। ড্যানিয়েলের পরনে রয়েছে সাদা টপ, ক্রিম রঙের প্যান্ট এবং স্নিকার্স। চোখে রয়েছে রোদ চশমা।
মালতিও পরে রয়েছে একটি সাদা রঙের ফুল প্যান্ট, সাদা রঙের টপ। চুল দুদিকে ঝুঁটি করে বাঁধা। ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘একটি জাদুকরী ইস্টার ডিম শিকারের জন্য কাকিমা ড্যানিয়েল, কাকা কেভি, আলেনা এবং ভ্যালেন্টিনাকে ধন্যবাদ।’

আরও পড়ুন: ২৭ বছর দীর্ঘ ডিভোর্সের কেসে জুড়ল মজার পাঞ্চ! প্রকাশ্যে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার
আরও পড়ুন: সঙ্গীতে AI-এর ব্যবহার নিয়ে ক্ষুব্ধ রহমান, বললেন, ‘এ যেন অক্সিজেনে বিষ মিশে...’
ড্যানিয়েল হলেন নিক জোনাসের দাদা কেভিন জোনাসের স্ত্রী। পারিবারিক সম্পর্কে ড্যানিয়েল এবং প্রিয়াঙ্কা দুই জা। ২০১৮ সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নিক এবং প্রিয়াঙ্কা। ২০২২ সালে স্যারোগেসির মাধ্যমে ছোট্ট মালতীর মা হন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
বর্তমানে প্রিয়াঙ্কা দক্ষিণ ভারতে রয়েছেন এস এস রাজামৌলী পরিচালিত আসন্ন সিনেমার শ্যুটিং নিয়ে। মহেশ বাবুর বিপরীতে এই সিনেমায় অভিনয় করবেন তিনি। তবে শুধু এই সিনেমায় নয়, আগামী সময় বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘সিটাডেল ২’ সিরিজেও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
আরও পড়ুন: কার্তিক নন, চান্দু চ্যাম্পিয়ন-এ পরিচালকের প্রথম পছন্দ ছিলেন প্রয়াত এই অভিনেতা
আরও পড়ুন: 'মেয়েদের হুমকি দেবেন না...', নিজের করা ব্রাহ্মণ মন্তব্যের জন্য চাইলেন ক্ষমা, আর কী বললেন অনুরাগ?
আগামী বছরে আরও বেশ কয়েকটি প্রজেক্টে দেখা যাবে নায়িকাকে। প্রিয়াঙ্কা ইদ্রিস এলবা এবং জন সিনার সাথে ‘হেডস অফ স্টেট’-এও অভিনয় করবেন। এই সিনেমায় তিনি দ্য ব্লাফে ১৯ শতকের ক্যারিবিয়ান জলদস্যুর চরিত্রে অভিনয় করতে চলেছেন।
এছাড়া পরিচালক নিকোলাস স্টলারের আসন্ন কমেডি ছবিতে উইল ফেরেল, জ্যাক এফ্রন এবং মাইকেল পেনার সাথেও অভিনয় করবেন প্রিয়াঙ্কা। অন্যান্য অভিনেতাদের মধ্যে আছেন রেজিনা হল, জিমি ট্যাট্রো এবং বিলি আইচনার।