২০২৪ সালে মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’। সিনেমায় অসাধারণ অভিনয় করেছিলেন কার্তিক কিন্তু সিনেমাটি তেমন ভাবে বক্স অফিসে সফলতা অর্জন করতে পারেনি। তবে জানেন কি কার্তিক নন, এই সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কে?
সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া একটি সাক্ষাৎকারে ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমার অন্যতম অভিনেতা ভুবন আরোরা বলেন, ‘মুরলীকান্ত পেটকরের ওপর নির্মিত এই সিনেমায় প্রথম কাজ করার কথা ছিল সুশান্তের। অরোরা বিমানবন্দরে যখন ওঁর সঙ্গে দেখা হয়, তখন তিনি আমাকে এই সিনেমার ব্যাপারে জানিয়েওছিলেন। কিন্তু ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর ছবিটি চলে যায় কার্তিকের কাছে।’
আরও পড়ুন: 'এ এক...', ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
ভুবন বলেন, ‘ সুশান্তের কাছে এই সিনেমার স্বত্ব ছিল, গল্পের অধিকারও ছিল তাঁর কাছে। এই গল্পের স্বত্ব তিনি কিনেছিলেন মুরলীকান্তের থেকে। এই কথা শুধু সুশান্ত নন, স্যার মুরুলীকান্তও বলেছিলেন একটি সাক্ষাৎকারে। বিমানবন্দরে যখন সুশান্তের সঙ্গে আমার দেখা হয়, তখন উনি ভীষণ আনন্দের সঙ্গে আমায় বলেছিলেন, উনি একজন প্যারালিম্পিক সাঁতারুকে নিয়ে ছবি বানাতে চলেছেন। এই ছবিটি নিয়ে আমরা আলোচনাও করেছিলাম।’
ভুবন আরও বলেন, ‘সিনেমাটি যখন মুক্তি পেয়েছিল তখন মুরলীকান্ত স্যারের একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন, এই ছবিটি প্রথমে করার কথা ছিল সুশান্তের। ভাগ্যের এমন নির্মম পরিহাস, যখন সুশান্ত এই সিনেমায় ছিলেন তখন আমি ছিলাম না, আর আমি যখন ছবির অংশ হলাম তখন সুশান্ত এই পৃথিবীতে ছিলেন না।’
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ জুন ‘চান্দু চ্যাম্পিয়ন’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। মজার ব্যাপার হলো, ঠিক তার ৪ বছর আগে ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটে মারা গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। প্রথমে ঘটনাটি খুন মনে হলেও উপযুক্ত প্রমাণের অভাবে অভিনেতার মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করেন কোর্ট।