
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাবার মতই ছেলেও পাকা ব্যবসায়ী। বছরখানেক আগে দুবাইয়ে নিজস্ব পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করেছিলেন আরিয়ান খান। ওই অনুষ্ঠানে ছেলেকে সাপোর্ট করতে গিয়েছিলেন বাবা শাহরুখ খান। বলাই বাহুল্য, গোটা অনুষ্ঠানের লাইমলাইট একাই কেড়ে নিয়েছিলেন শাহরুখ। এবার কলকাতায় ব্র্যান্ড লঞ্চ করতে আসছেন আরিয়ান।
আগামী ২৬ এপ্রিল ইডেনের মাঠে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের খেলা। সেদিনই কলকাতায় আসতে চলেছেন আরিয়ান। তবে খেলার মাঠে নয়, আরিয়ানের এবারের গন্তব্য আইটিসি সোনার বাংলা। ‘D’YAVOL After Dark ’নামের এক মেগা ইভেন্টের আয়োজন হতে চলেছে সেখানে।
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: কবে মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পর'-? ঘোষণা হল দিন, বক্স অফিসে লড়াই কার সঙ্গে?
এই ইভেন্টেই আরিয়ান লঞ্চ করতে চলেছেন তাঁর নতুন মদের ব্যান্ড। আরিয়ান ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনন্যা পান্ডে, সানায়া কাপুর, সুহানা খান, প্রীতি জিন্টা। উপস্থিত থাকতে পারেন কলকাতা নাইট রাইডার্স-এর ক্রীড়া ব্যক্তিত্বরাও।
তবে ছেলের এই অনুষ্ঠানে শাহরুখ আসবেন কিনা, তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যেহেতু দুবাইয়ের ইভেন্টে শাহরুখ উপস্থিত ছিলেন, তাই কলকাতাতেও ছেলের পাশে থাকতে হয়তো তিনি আসতে পারেন কলকাতায়। এই দিন আবার কেকেআরের ম্যাচ রয়েছে, সব মিলিয়ে কলকাতায় আগমন হতেই পারে শাহরুখের।
আরও পড়ুন: একাই একশো! সিস্টেমের বিরুদ্ধে লড়াই নওয়াজ উদ্দিনের, মুক্তি পেল ‘কোস্টাও’ ট্রেলার
আরও পড়ুন: অসুখ না অন্য কিছু? আচমকা ওজন কমে যাওয়া নিয়ে নীরবতা ভাঙলেন করণ জোহর
একদিকে ২৬ তারিখ হোম টাউনে কেকেআরের বড় ম্যাচ হতে চলেছে, অন্যদিকে কলকাতায় আসবেন একাধিক বড় তারকা। সব মিলিয়ে ভক্তদের মধ্যে যেমন উত্তেজনা তুঙ্গে তেমন অন্যদিকে কলকাতাকে ঘিরে ফেলা হবে নিরাপত্তার চাদরে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports