২ মাসের আগের ঘটনা। কংগ্রেসের দাবি ছিল প্রীতি জিন্টা নাকি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে তুলে দিয়েছেন, পরিবর্তে নাকি তাঁর ১৮ কোটির ঋণ মুকুব করে দিয়েছে ভারতীয় জনতা দল। এমন অভিযোগে বেজায় চটেছিলেন অভিনেত্রী। কেরল কংগ্রেসের উদ্দেশ্যে পাল্টা তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় কড়া জবাব দিয়েছিলেন প্রীতি।
তবে ফের একবার সেই একই প্রশ্নের মুখে পড়তে হল প্রীতি জিন্টাকে। এবার সরাসরি নেটিজেনদের প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী। বিরক্ত অভিনেত্রী বলেন, তাঁর প্রতিটি পদক্ষেপ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করায় তিনি এবার ক্লান্ত। এটা তাঁর জীবনের সাধারণ আনন্দ কেড়ে নিয়েছে বলে জানান তিনি। প্রীতি জিন্টা স্পষ্ট করে জানিয়েছেন, যে তাঁর বিজেপি (BJP) বা অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আদৌ আছে কিনা।
ঠিক কী বলেছেন প্রীতি জিন্টা?
X-এ (পূর্বে Twitter) একটি AMA সেশনে প্রীতিকে এক নেটিজেন প্রশ্ন করেন, ভবিষ্যতে আপনি কি বিজেপিতে যোগ দেবেন?
এমন প্রশ্নে শুরুতে বেশ বিরক্তই হন অভিনেত্রী। বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে (social media) আজকাল লোকজনের এটাই সমস্যা, যে সকলেই সবকিছু নিয়ে বিচার করতে বসে যান।’ যদিও পরে নিজেকে শান্ত করে প্রীতি বলেন, ‘আমি আগেও বলেছি, যে মন্দিরে যাওয়া / মহা কুম্ভে যাওয়া এবং আমি কে? এবং আমার পরিচয় নিয়ে গর্ব করার মানে এই নয় যে আমি রাজনীতিতে বা বিজেপি-তে (BJP) যোগ দিচ্ছি। ভারতের বাইরে বসবাস করে আমি আমার নিজের দেশের আসল মূল্য বুঝতে পেরেছি। অন্য সবার মতো আমিও এখন ভারত ও ভারতীয়দের সবকিছুকে অনেক বেশি মূল্য দিই।’