২৫ অগস্ট থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘কনে দেখা আলো’। সাইনা চক্রবর্তী, মৈনাক ঢোল এবং সোমরাজ মাইতির সঙ্গে এই সিরিয়ালে অভিনয় করবেন নন্দিনী দত্ত। ধারাবাহিক শুরু হওয়ার আগেই সমাজ মাধ্যমের পাতায় ছবি পোস্ট করে আবেগ তাড়িত হয়ে পড়লেন অভিনেত্রী।
নন্দিনী প্রথম যে ছবিটি পোস্ট করেছেন সেটি তাঁর নতুন ধারাবাহিকের প্রথম লুকের ছবি। দ্বিতীয় ছবিতে সাইনার সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে নন্দিনীকে, ডাকাত হানা দেওয়ার মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হয়েছে এই ছবিতে। তৃতীয় ছবিতে মৈনাকের সঙ্গে নন্দিনীর ছবি দেখতে পাওয়া যাচ্ছে এবং চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে ডাকাতের সঙ্গে লড়াই করছেন সোমরাজ।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
পঞ্চম ছবিতে আবার নিজের একটি ছবি পোস্ট করেছেন নন্দিনী, ষষ্ঠ ছবিতে ভয় পেয়ে থাকা সাইনাকে সান্তনা দিতে দেখা যাচ্ছে নন্দিনীকে। এই সব কটি ছবি পোস্ট করে নন্দিনী লেখেন, ‘আমার ১১:১১ উইশ কনে দেখা আলো। আপনারা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করি।’
নন্দিনী লেখেন, ‘তোমরা সবাই আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমরা সব পারবো। কাল থেকে আমরা আসছি। বড়দের প্রণাম জানিয়ে নতুন পথচলা শুরু করতে চললাম। আমাদের পাশে সবাই থাকবেন। আপনারা ছাড়া আমরা কিছুই নই। দর্শকরাই আমাদের ভগবান। দেখতে ভুলবেন না ‘কনে দেখা আলো’, ২৫ অগস্ট থেকে সং থেকে শুক্র ঠিক ৯:৩০ মিনিট থেকে জি বাংলায়। ঈশ্বর গোটা টিমকে আশীর্বাদ করুক, ওম নমঃ শিবায়।’
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
‘কনে দেখা আলো’ সিনেমায় অভিনয় করার আগে স্টার জলসায় ‘দুই শালিক’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ‘ইচ্ছে পুতুল’ খ্যাত তিতিক্ষা দাসের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল নন্দিনীকে। দুই অভিনেত্রীর মুখের এতটাই মিল যে অনেকেই দুই নায়িকাকে যমজ বোন ভেবে বলে ভুল করেন।
প্রসঙ্গত, এই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আসতেই অনেকে দাবি করেছিলেন এই সিরিয়ালের গল্প হুবহু আমির খানের ছবি ‘লাপাতা লেডিস’ ছবির নকল। যদিও তাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি ধারাবাহিকের জনপ্রিয়তার ক্ষেত্রে। নতুন এই ধারাবাহিক নিয়ে ভীষণ উৎসাহী দর্শকরা।