ভারতীয় দর্শকদের র্যাপ মিউজিকের সঙ্গে যিনি প্রথম পরিচয় করিয়েছিলেন তিনি হলেন হানি সিং। ২০১২ সাল থেকে একের পর এক গান গেয়ে জনপ্রিয় হয়েছিলেন তিনি। একটা সময় এমনও ছিল যখন হানি সিং এর গান ছাড়া সিনেমায় তৈরি হতো না।
কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর নিজের ব্যক্তিগত কারণে সংগীত জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন হানি। সেই সব দুঃসময় পার করে আবার সেই চেনা ছন্দে ধীরে ধীরে ফিরে আসছেন গায়ক। এবার হাতের কাব্জিতে একটি অভিনব ট্যাটু তৈরি করিয়ে সকলকে চমকে দিলেন এই সঙ্গীতশিল্পী।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় হানি সিং একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি আঙুলের সাহায্যে দেখাচ্ছেন, হাতে তিনি তৈরি করেছেন একটি ট্যাটু। এই ট্যাটুটি আসলে কেমন দেখতে সেটি তিনি দ্বিতীয় ছবির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে, একটি নীল রঙের গেঞ্জি পরে হাতের ট্যাটু দেখাচ্ছেন হানি। দ্বিতীয় ছবিটি আরও কাছ থেকে তোলা। সেখানে দেখা যাচ্ছে একটি লম্বা লাইনের মতো কিছু আঁকা, শেষে মাতৃগর্ভে থাকা একটি ছোট্ট শিশুর ছবি।
ছবি দুটি পোস্ট করে হানি লেখেন, ‘আমার প্রথম ট্যাটু করালাম। আমার মায়ের স্বাক্ষর। পৃথিবীর সবথেকে ধনী মহিলা!! আমি তোমাকে ভালোবাসি মা। তোমার জন্য আমার ভালোবাসা।’
এই ক্যাপশনের মাধ্যমে হানি সিং নিজের মাকে অর্থের দিক থেকে নয় বরং ভালোবাসা দিক থেকে ধনী মহিলা অভিহিত করেছেন। জীবনে দুঃসময়ে সব সময় মাকে কাছে পেয়েছেন এই সঙ্গীতশিল্পী, তাই মায়ের সেই ঋণ শোধ করার জন্যই আজ এই ট্যাটু মাকে উৎসর্গ করলেন তিনি।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
হানির পোস্ট করা এই ছবি দেখে অনেকে যেমন ট্যাটুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমন অনেকে আবার পুরনো হানিকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছেন। তবে সকলেরই একটাই মত, আবার যেন হানি দর্শকদের একের পর এক গান উপহার দেন ঠিক আগের মতো।